v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-07 19:54:02    
প্রথম গ্রীষ্মকালীণ দাভোস বার্ষিক  সম্মেলন চীনের তালিয়েন শহরে শুরু হয়েছ

cri
    প্রথমগ্রীষ্মকালীণ দাভোস বার্ষিক সম্মেলন--- "দাভো থেকে তালিয়েনে"-- নতুন অগ্রণীদেরবার্ষিক সম্মেলন" ৬ সেপ্টেম্বর বিকেলে উত্তর পূর্বচীনের লিয়াও নিং প্রদেশের তালিয়েন শহরে শুরু হয়েছে । এটা চীনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রথম বার্ষিক সম্মেলন । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিতছিলেন এবং ভাষণ দিয়েছেন । ভাষণে তিনি বলেছেন , চীন টেকসই উন্নয়নেরপথ অনুসরণ করবে, অর্থনীতির দ্রুত টেকসই উন্নয়ন বজায় রাখার চেষ্টা করবে এবং বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করে যৌথভাবে অর্থনীতির বিশ্বায়নেভারসাম্যতা, ব্যাপক উপকারিতা এবং অভিন্ন জয় লাভের দিকে নিয়ে যাবে ।

    বিশ্ব অর্থনৈতিক ফোরাম একটি সর্বোচ্চ বেসরকারী আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম । ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর সুইজাল্যান্ডের দাভোসে ফোরামের বার্ষিকসম্মেলন অনুষ্ঠিত হয় । বর্তমানে ফোরামটির এক হাজারেরও বেশি সদস্য রয়েছে । এ সব সদস্য সবাই বিশ্বের বিভিন্ন জায়গার বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানি । শিল্প্রতিষ্ঠানগুলো ও কোম্পানিগুলোর বার্ষিক বাণিজ্যমূল্য ৪ ট্রিলিয়ন মার্কিনডলার ছাড়িয়ে গেছে ।

    চীনে এটি ফোরামের প্রথম বার্ষিক সম্মেলন । ৬ সেপ্টেম্বর বিকেলে বাষির্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সম্মেলনে চীনের অর্থনীতির উন্নয়নের বর্তমান অবস্থা এবং আগামী দিনের সমস্যার বিষয়গুলো বর্ণনা করেছেন । তিনি বলেছেন, চীনের বর্তমান অর্থনীতি উন্নয়নের গোটা পরিস্থিতি ভাল , কিন্তু স্থাবর সম্পদের অতি দ্রুত বৃদ্ধি, অতিরিক্ত ঋণ প্রদান, অতি বেশি বৈদেশিক বাণিজ্যের বাড়তি , উন্নয়নের পদ্ধতি ও মূল্যবৃদ্ধিরচাপ বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছে । অর্থনীতি উন্নয়নের অতিদ্রুতবৃদ্ধি রোধ করে সার্বিক নিয়ন্ত্রণে আনার প্রথম কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে । অব্যাহতভাবে মুদ্রা বিনিময় হারের সংস্কারকেসামনে এগিয়ে নিয়ে রেনমিনপির বিনিময় হারের স্থিতিস্থাপকতা জোরদার করতে হবে । সার্বিক নিয়ন্ত্রণ কাজ জোরদার ও উন্নত করার মাধ্যমে চীনের অর্থনীতিরএই বিরাট জাহাজ অবশ্যই স্থিতিশীল ও দ্রুতগতিতে সামনে এগিয়ে যাবে ।

    প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন , চীন বৈদেশিক উন্মুক্তকরণের নীতিতে অটল থাকবে । অনবরতভাবে বৈদেশিক অর্থনৌতিক ব্যবস্থা ও আইন বিধি পরিপূর্ন করবে এবং সমতা ও পারস্পরিক উপকারিতার নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশ ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে । তিনি বলেছেন , নতুন অগ্রণীগণ বিশ্ব অর্থনৈতিক কাঠামের পরিবর্তনের নতুন শক্তি । বিশেষ করে তারা বিশ্বের উন্নয়নশীল এবং সবচেয়ে প্রাণবন্ত, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও প্রচ্ছন্ন শক্তিসম্পন্নশিল্পপ্রতিষ্ঠান । চীন বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে উন্নয়নশীল শিল্পপ্রতিষ্ঠানের জন্য আরও ভাল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করবে ।

    প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন , চীনের উন্নয়ন বিশ্বকে এবং বিশ্বের উন্নয়নেচীনকে প্রয়োজন । বহু বছর ধরে চীন সক্রিয়ভাবে অন্য দেশের উন্নয়নের অভিজ্ঞতা শিখে নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রকৌশল গত সহযোগিতা ও বিনিময় জোরদার করেছে এবং চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করেছে । চীন বিশ্ব অর্থনীতির উন্নয়নে নিজের করণীয় অবদান রেখেছে ।

    জানা গেছে , এবারের তিনদিনব্যাপী দাভোস বার্ষিক সম্মেলনে ৯০টি দেশ ও অঞ্চলের ১৭০০জন রাজনীতিবদ, শিল্পপতি ও বিশেষজ্ঞরা প্রধানতঃ পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যিক পরিবেশ, চীনের অর্থনীতির উন্নয়ন ও প্রতিদ্বন্দ্বীতার নতুন সমস্যা সহ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবেন ।

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা , বিশ্ব অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান প্রফেসর ক্লস শোয়াব উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , আমি সবার কাছে তিনটি আশার কথা উত্থাপন করতে চাই । এই তিনটি আশা হলো প্রথম দলের নতুন অগ্রণীদের সফলতা যাচাই করার মাপকাঠি । প্রথমতঃ নিজের ব্যবসার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বিশ্বে কমপক্ষে একটি অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা । দ্বিতীয়তঃ আমাদের কোম্পানির পরবর্তীকালের উন্নয়নে প্রভাব ফেলতে পারে এমন একটি কৌশলগত দূরদৃষ্টি অর্জন করা । তৃতীয়তঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল , আমাদের নিজেদেরকে সত্যিকারভাবে আমাদের একটি বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করার মালিকে পরিণত করতে হবে ।