v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-06 19:34:47    
চীনের গ্রামাঞ্চলে সার্বিকভাবেনতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু হয়েছে

cri
    চীনের স্বাস্থ্যমন্ত্রী ছেন চু ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন , এ বছর থেকে চীনের গ্রামাঞ্চলে সার্বিকভাবে নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু হয়েছে । জুন মাস পর্যন্ত এই চিকিত্সা ব্যবস্থা ইতোমধ্যে ৮৫শতাংশ গ্রামাঞ্চলে চালু হয়েছে এবং ২০০৮ সালে সমগ্র গ্রামাঞ্চলে চালু হবে ।

    ২০০৩ সাল চীনের গ্রামাঞ্চলে একটি নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে । কৃষকদের স্বেচ্ছায় অংশ নেয়ার নীতি অনুযায়ী চালু করা এই নতুন চিকিত্সা ব্যবস্থা ২০ শতাংশ ব্যয় কৃষকের আর ৮০ শতাংশ সরকারের মিলিয়ে এক ধরণের চিকিত্সা তহবিল । চিকিত্সা ব্যবস্থায় অংশ নেয়া কৃষকরা অসুস্থ হলে চিকিত্সা তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য পাবেন । চীনের স্বাস্থ্যমন্ত্রী ছেন চু বলেছেন , গত ৪ বছরে এই কাজ স্থিতিশীলভাবে জোরদার হয়েছে । এবছর এই কাজ পরীক্ষামুলক পর্যায় থেকে সার্বিকক্ষেত্রেচালু করার পর্যায়ে প্রবেশ করবে । পরিকল্পনা অনুযায়ী এই কাজ ৮০ শতাংশ গ্রামাঞ্চলে চালু হবে । এ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী ছেন চু বলেছেন ,এক পরিসংখ্যানে জানা গেছে , ২০০৭ সালের ৩০ জুন পর্যন্ত গোটা দেশের মোট ২৫০০ জেলা অর্থাত৮৫ শতাংশ জেলায় গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু হয়েছে । গ্রামীণ লোকসংখ্যার ৮৩শতাংশ অর্থাত ৭২ কোটি লোক এই সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছে । 

    চেন চু বলেছেন , এখন  চীনে নতুন গ্রামীণ  সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার ধাঁচ মোটামুটি গড়ে উঠেছে ।  কৃষকদের  স্বাস্থ্যরক্ষায় এই সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার ভূমিকা  ধাপেধাপে প্রমাণিত হয়েছে ।  ২০০৬ সালে বিভিন্ন স্থানের থানা পর্যায়ের  হাসপাতালে চিকিত্সাধীন  রোগীর সংখ্যা অনুরূপ সময়ের তুলনায়  ১০ শতাংশ বেশি ।  আর্থিক কারণে কৃষকদের চিকিত্সা করতে অক্ষম হওয়ার অবস্থা  কিছুটা হলেও প্রশমিত হয়েছে ।  পরিসংখ্যান অনুযায়ী  বিগত কয়েক বছরে  চীন সরকার গ্রামাঞ্চলের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে  । ফলে গ্রামাঞ্চলের  চিকিত্সা সংস্থার পরিসেবার পরিবেশ এবং  গ্রামাঞ্চলের চিকিত্সা পরিসেবার মান দুটোই উন্নত হয়েছে । 

    এখন  চীন আগামী বছর এই চিকিত্সা ব্যবস্থাকে সারা দেশের গ্রামাঞ্চলে সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে । যাতে  সকল কৃষক এই  কল্যাণকর ব্যবস্থাউপভোগ করতে পারেন । 

    মন্ত্রী ছেন চু বলেছেন , চীনের স্বাস্থ্য সংস্থা  গ্রামাঞ্চলের  স্বাস্থ্য ও চিকিত্সার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই নতুন  গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার নির্মাণকে  একটি গুরুত্বপূর্ণ  কর্তব্য হিসেবে গ্রহণ করেছে । যাতে বিভিন্ন স্তরের  সরকার সময়োচিত ও পূর্ণভাবে প্রাসঙ্গিক অর্থ বরাদ্দ  করতে পারে এবং সহযোগিতামূলক  চিকিত্সা তহবিলের স্বাভাবিক লেনদেন  রক্ষা করতে পারে তার জন্য এখন চীনের স্বাস্থ্যমন্ত্রণালয় সক্রিয়ভাবে  স্থায়ীঅর্থসংগ্রহ করার ব্যবস্থা প্রতিষ্ঠার  বিষয় নিয়ে গবেষণা  করছে । 

    মন্ত্রী ছেন বলেছেন ,এই নতুন গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা অনুযায়ী  প্রত্যেক কৃষক  ১০ ইউয়ান জমা দেবেন এবং সরকার ভর্তুকি হিসেবে ৪০ ইউয়ান। এই ব্যবস্থা মোটামুটিভাবে কৃষকদের  চিকিত্সার চাহিদা  পূরণ করতে সক্ষম হবে । তবে তাকে আরও জোরদার করতে হবে । কীভাবে  প্রাসঙ্গিক অর্থসংগ্রহের কাজ  জোরদার করতে পারা যায় তা নিয়ে চীন  গবেষণা করছে । মন্ত্রী ছেন চু বলেছেন , চীন এখনো একটি উন্নয়নশীল দেশ । চীনের অর্থসংগ্রহের মান  অপেক্ষাকৃত নিচু  ।  চীন দেশের  অর্থনীতির সুষ্ঠু  বিকাশের সঙ্গে সঙ্গে গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থাসহ চীনের অর্থসংগ্রহের  মান উন্নত হবে । পরবর্তী কয়েক বছরে এ থেকে আরও বেশি কৃষক উপকৃত হবে । 

    মন্ত্রী ছেন জোর দিয়ে বলেছেন ,  চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়  গ্রামাঞ্চলের চিকিত্সা পরিসেবা  এবং ওষুধের দামের ওপর তত্ত্বাবধানের কাজকে আরও জোরদার করবে এবং কৃষকদের শতকরা শত ভাগ চিকিত্সা তহবিল ব্যবহার নিশ্চিত করবে ।