কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় নেতৃত্বাধীন সংস্থার কেন্দ্র। ১৯২৭ সালের এপ্রিল মাসে, চীনের কমিউনিস্ট পার্টি পঞ্চম জাতীয় প্রতিনিধি অধিবেশনে কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো প্রতিষ্ঠা করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে নির্বাচিত হয়। চীনের কমিউনিস্ট পার্টির ১২তম জাতীয় প্রতিনিধি অধিবেশন থেকে পার্টির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন আহ্বান করে। প্রতি বছর কমপক্ষে একবার অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো এবং তার স্থায়ী কমিটি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন সমাপ্তকালে, কেন্দ্রীয় কমিটির ক্ষমতা প্রয়োগ করে। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো নিয়মিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে তার কাজের রিপোর্ট পেশকরে।
কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো সমষ্টিগতভাবে নেতৃত্বের মৌলিক নীতি কার্যকর করে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর অধিবেশন আহ্বান করেন। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোকে চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় প্রতিনিধি অধিবেশনে গৃহীত পার্টির রাজনৈতিক দিক ও কর্মনীতি সঠিকভাবে অনুসরণ করতে হবে। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সিদ্ধান্ত নেয়া কেন্দ্রের নেতৃত্বাধীন সংস্থার ব্যক্তিদের পরিবর্তন ও পার্টির অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সমস্যা সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত হয়ে যাকে।
|