সুদানে এশিয় দেশগুলোর রাষ্ট্রদূতগণ ২০ আগস্ট সুদানের খারতুমে ভারতের দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি তাঁরা পশ্চিম সুদানের দার্ফুর এলাকা সফরকালে দেখেছেন যে, সেখানকার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
ভারতের রাষ্ট্রদূত দীপক ভোহরা বলেছেন, তাঁরা সফরকালে দেখেছেন যে, শহর ও গ্রামের লোকের জীবনযাত্রা স্বাভাবিক । জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বাস্তবায়নের প্রত্যাশা করছে।
তিনি আরো বলেছেন, পশ্চিমা সংবাদ মাধ্যমের দার্ফুর সংক্রান্ত খবর একতরফা। তারা স্থানীয় শরণার্থী শিবির ও সংঘর্ষকে গুরুত্ব দেয়। কিন্তু অন্যান্য পক্ষের উন্নয়নকে অগ্রাহ্য করছে।
অন্যান্য দেশের রাষ্ট্রদূতগণও দার্ফুরের স্বয়ংসম্পর্ণ অবস্থার কথা স্বীকার করেছেন। তাঁরা সুদান সরকার ও অন্যান্য পক্ষের দার্ফুরের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রচেষ্টার প্রশংসা করেছেন।(পান্না)
|