v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-15 09:08:37    
চীনের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?

cri
    বাংমাল পুর জেলার শ্রোতা নূরু ল্লাহ তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, বতর্মানে সি আর আইএর বাংলা বিভাগের শ্রোতা সংখ্যা আনুমানিক কত? উত্তরে বলছি, প্রত্যেক বছর সি আর আই বাংলা বিভাগ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় ২ লাখ চিঠিপত্র পেতে পারে। দু'দেশে মোট চার শোরও বেশী শ্রোতা সংঘ আছে। এ সব শ্রোতা সংঘ সি আর আই এবং শ্রোতাদের মধ্যে একটি মৈত্রী সেতু স্থাপন করেছে। দীর্ঘকাল ধরে সি আর আই এর বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্যে অনেক অবদান রেখেছে। আসলে সঠিক কত শ্রোতা আছে তা বলা একটু কঠিন। কারণ আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো চিঠি লিখে না যদিও তারা আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে । এখানে বিশেষভাবে উল্লেক করতে হবে যে, আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা খুব দরকার। কারণ সি আর আইএর বাংলা অনুষ্ঠান আপনাদের নিজস্ব অনুষ্ঠান। সুতরাং সি আর আইএর বাংলা অনুষ্ঠান সম্পর্কযদি কোন মতামত ও পরার্মশ থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের সহযোগিতার জন্যে আগে থেকে ধন্যবাদ জানাচ্ছি।

    পাবনা জেলার শ্রোতা রুপা পারভিন তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? কয়টি মুসলিম দেশে চীনের কূটনৈতিক সর্ম্পক আছে? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। রাষ্ট্রীয় পরিষদ হচ্ছে কেন্দ্রীয় গণ সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের উচ্চতম সংস্থা। রাষ্ট্রীয়পরিষদ জাতীয় গণ কংগ্রেসের নিকট দায়ী থেকে এবং কার্যবিবরণ পেশ করে। জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন যখন চলছে না সে সময়ে রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির নিকট দায়ী থাকে এবং কার্যবিবরণ পেশ করে। প্রধান মন্ত্রী প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। বতর্মানে চীন বিশ্বের বেশীর ভাগ মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। চীন মুসলিম দেশসমূহের বিশ্বাসযোগ্য বন্ধু দেশ । চীন সব সময়ে সহাবস্থানের পঞ্চশীর নীতির ভিত্তিতে বৈদেশিক নীতি অনুসরণ করে । চীন মুসলিম দেশসমূহের প্রতি সম্মান প্রদর্শন করে। চীন কখনও মুসলিম দেশসমূহের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। সুতরাং মুসলিম দেশগুলোও চীনকে তাদের বিশ্বাসযোগ্য বন্ধু দেশ হিসেবে গণ্য করে।

    ভারতের পশ্চিম বঙ্গের ছারাকিপুরি জেলার শ্রোতা Anjan Pattanayak তাঁর চিঠিতে জানতের চেয়েছেন, চীনের জি ডি পি বিশ্বের স্থান কি রকম? ২০০৬ সালে চীনের জি ডি পি ১৮ ট্রিলিয়ান দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানের পর চীনের স্থান। ২০০৫ সালে চীনের জি ডি পি ১৫ ট্রিলিয়ান ছিল। তখন চীনের স্থান পঞ্চম। যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটিন, ইতালির পর চীনের স্থান। কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, চীনের জনসংখ্যা ১৩০ কোটি হলেও মাথাপিছু আয় বিশ্বের স্থানএক শোরের পর । সুতরাং, চীনের মাথাপিছু আয় বাড়তে চাইলে জি ডি পির পরিমাণ আরও বাড়তে হবে।