আফ্রিকান ইউনিয়ানের একজন উর্ধতন কর্মকর্তা সোমবার আদ্দিস আবাবায় ঘোষণা করেছেন , আফ্রিকান ইউনিয়ান ও জাতি সংঘ মিশ্র শান্তি রক্ষী বাহিনীর অংশ বিশেষ হিসেবে ইতোমধ্যে আফ্রিকার ৬টি দেশ লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে , তারা সুদানের দারফুর এলাকায় ১২ হাজার ৮০০জন শান্তি রক্ষী সৈনিক পাঠাবে ।
আফ্রিকান ইউনিয়ানের দারফুর সমস্যা বিষয়ক বহুমুখী টাস্ক ফোর্সের কমান্ডার জেনারেল মাহমুদ কানে একই দিন বলেছেন , মিশর , ইথিওপিয়া , নাইজেরিয়া , রোয়ান্ডা , মালাওয়ে ও সেনেগাল দারফুর এলাকায় মোট ১২ হাজার ৮০০জন শান্তি রক্ষী সৈনিক পাঠানোর আশ্বাস দিয়েছে ।
কানে বলেন , তাঞ্জানিয়া , ক্যামেরুন ও উগান্ডাও দারফুর এলাকায় শান্তি রক্ষী বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে । তবে তাদের সৈনিকদের সংখ্যা এখনো জানা যায় নি ।
|