রাজশাহী জেলার শ্রোতা মো: ইসমাইল হোসাইন তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, বাংলাদেশ ও চীনে যাওয়া আসার বিমান ভাড়া কত? বাংলাদেশ –চীন রুটের বিমান খুনমিং ছাড়া পেইচিং বিমান বন্দরে অবতরন করে কিনা? উত্তরে বলছি, চীন আর বাংলাদেশের মধ্যে বিমান চলাচল ব্যবস্থা চালু হওয়ার পর ঢাকা আর চীনের খুনমিংয়ের মধ্যে বিমান লাইন সপ্তাহে দু'বার যাতায়াত করা হয়। এ বিমান লাইন চালু হওয়ার পর দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রের লেতেন ঘনঘন হয়ে উঠেছে। ঢাকা থেকে খুনমিং পযর্ন্ত বিমান ভাড়া মাত্র ১২ হাজার টাকার একটু বেশী। ঢাকা থেকে চীনের রাজধানী পেইচিং পযর্ন্ত বিমান ভাড়া ২৪ হাজার টাকার একটি বেশী যাতায়াতের জন্যপ্রথমে বাংলাদেশের যাত্রীদেরকে ঢাকা বিমান বন্দর থেকে চীনের খুনমিং যেতে হবে। চীনের অন্যান্য যায়গায় যেতে হলে প্রথমে খুনমিং বিমান বন্দরে ট্রানাজিট হিসেবে তারপর যাত্রীরা চীনের অভ্যন্তরীণ বিমানে চড়ে বা ট্রেনে করে চীনের যে কোন জায়গায় যেতে পারেন।
গোপালগন্জ জেলার শ্রোতা মো: জুয়েল আহম্মেদ মল্লিক তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের বিমানের প্রতীক কি? বতর্মানে চীনে কতটি বিমান আছে? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। বতর্মানে চীনে অনেক বিমান কোম্পানি আছে। প্রত্যেক বিমান কোম্পানির নিজস্ব প্রতীক আছে। প্রতীক ছাড়া নিজ নিজ কোম্পানির নামও বিমানে লেখা আছে। সুতরাং চীনের বিমানের প্রতীক কি তা বলা কঠিন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া আরও কঠিন। সারা চীনের বে-সামরিক বিমানের সংখ্যা কত , সঠিকভাবে বলা খুব কঠিন। কারন এ সম্পর্কে কোন সরাকরী তথ্য এখনও প্রকাশিত হয়নি।
নাওয়াবগন্জ জেলার শ্রোতা মো: কামরুজ্জামার তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, চীনের প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি? চীনের মহা প্রাচীরের দৈঘ্যও প্রস্থ কত? আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে, চীনের নদনদী সম্পর্কে কিছু বণর্না দেবো। চীন দেশের অজস্র নদীর মধ্যে দেড় হাজারেরও বেশী এমন নদী আছে যেগুলোর প্রত্যেকটির অববাহিকার আয়তন ১০০০ বর্গ কিলোমিটারেরও বেশি। এগুলোর মধ্যে প্রধান প্রধান নদী হলো ছাংজিযাং, হুয়াংহো, হেইলোংজিয়াং, যুজিয়াং, হাইহো এবং হুয়াইহো। এখানে কেবল ছাংজিয়াং নদী সম্পর্কে বিশেষভাবে বর্ননা করবো। ছাংজিয়াং নদীর মোট দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। শাংহাই , নানজিং, উহান এবং ছোংছিং-এর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করে একটি প্রধান শিরাপথের মতো ছাংজিয়াং নদী প্রবাহিত। এই নদীতে দশ হাজারটনী বড় বড় জাহাজ চলাচল করতে পারে। চীনে বেশী কয়েকটি বড় বড় বন্দর আছে। যেমন, সাংহাই বন্দর, নিনপো বন্দর, থিয়েনচিং বন্দর , দালিয়েন বন্দর । এগুলোর মধ্যে সাংহাই বন্দরকে চীনের সবচেয়ে বড় বন্দর বলে মনে করা হয়। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চীনের মহাপ্রাচীর সম্পর্কেও কিছু বলবো।
|