১ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ম্যানিলায় বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৩১ জুলাই ১৭৬৯তম সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুদানের দার্ফুর এলাকায় জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ন যৌথ শান্তি রক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাগত পেয়েছে। এ সিদ্ধান্ত স্থায়ী রাজনৈতিক প্রক্রিয়া দ্রুতভাবে সম্পন্ন করার জন্য কল্যাণকর।
তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দার্ফুর এলাকায় যৌথ শান্তি রক্ষী বাহিনী পাঠানোয় দার্ফুরের বিভিন্ন পক্ষ শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর ও কার্যকর এবং দার্ফুরের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
(পান্না)
|