সুদানের প্রেসিডেন্ট ওমার হাসান আহমেদ আল-বাশির উত্তর দার্ফুর প্রদেশে পরিদর্শন করেছেন। ২২ জুলাই তিনি এই প্রদেশের রাজধানী আল ফাশিরে ঘোষণা করেছেন, ২০০৭ সাল হবে দার্ফুরের জন্য শান্তিপূর্ণ বছর।
এদিন সন্ধ্যায় বাশির এক জনসমাবেশে ভাষণে দেয়ার সময় বলেছেন, তিনি স্থানীয় সরকার বিরোধী সশস্ত্র সংস্থাগুলোকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রবেশ করা এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যাতে শান্তি বাস্তবায়ন ও পুনর্গঠনের কাজ চালানো যায়। তিনি পশ্চিমা কিছু দেশের দার্ফুরের জনগণকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানোর নিন্দা করেছেন।
অন্য আরেক খবরে জানা গেছে, সুদানের মানবিক বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ হারুন ২২ জুলাই আল-জাজিরা টেলিভিশন কেন্দ্রে বলেছেন, সুদান সরকার প্রচেষ্টা চালিয়ে দার্ফুর সমস্যা সংক্রান্ত শান্তিপূর্ণ চুক্তি বাস্তবায়ন করবে। যাতে এই অঞ্চলের উন্নয়নের জন্য অবদান রাখা যায়।
(পান্না)
|