থিয়ানশান পর্বতমালা
বাংলাদেশের সেরসুর জেলার শ্রোতা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কত পাহাড় আছে ? বিখ্যাত পাহাড়গুলোর নাম? উত্তরে বলছি, চীনের মোট স্থলভাগের দুই-
হিমালয় পর্বতমালা
তৃতীয়াংশের বেশী পাহাড়পর্বত। দিক-বিস্তার অনুযাযী পর্বতশ্রেণীগুলোকে তিনভাগ ভাগ করা যায়: পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বশ্রেণী, উত্তরপূব-থেকে দক্ষিণপশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী, এবং উত্তর-থেকে-দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণী। পূব-থেকে-পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণীগুলো প্রধানত চীনের পশ্চিম অংশে অবস্থিত, এগুলোর মধ্যে আছে: আলতাই
ছিনলিং পর্বতমালা
পর্বতমালা, থিয়ানশান পর্বতমালা, খুনলুন পর্বতমালা, কারাকোয়াম পর্বতমালা, গাংডিসে পর্বতমালা, হিমালয় পর্বতমালা, ছিনলিং পর্বতমালা এবং নানলিং পর্বতমালা। চীনে
নানলিং পর্বতমালা
অনেক বিখ্যাত পাহাড় আছে। তবে সবচেয়ে নাম-করা কয়েকটি পাহাড় হল, আনহু্ই প্রদেশে অবস্থিত হুওয়াংসেন পাহাড়, শানডোং প্রদেশে অবস্থিত থাইসেন পাহাড়, হোনান প্রদেশে অবস্থিত সনসেন পাহাড়।
1 2 3
|