v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-02 19:55:07    
পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে কর্মক্ষম জনশক্তির পরিকল্পনা চালু হয়েছে

cri
    একবার সফল অলিম্পিক গেমস আয়োজন করলে প্রথমে স্টেডিয়াম ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার নির্মাণ পুর্ণাঙ্গ করা উচিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক উত্কৃষ্ট কর্মক্ষম জনশক্তির দল। এটি প্রয়োজনীয়। পেইচিং অলিম্পিক গেমসের আয়োজন একটিরও বেশি বছর বাকী পেইচিং শহর সরকার সম্প্রতি 'অলিম্পি কর্মক্ষম জনশক্তি পরিকল্পনা' নামক তত্পরতা শুরু করেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্বন্ধে কিছু বলবো।

    খবরে প্রকাশ, অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়ন, প্রয়োজনীয় কর্মক্ষম জনশক্তির সমর্থন এবং সুরক্ষা, ভালভাবে অলিম্পিক গেমসের প্রস্তুতির প্রক্রিয়ায় কর্মক্ষম জনশক্তি বিণ্যাস ও অলিম্পিক গেমস আয়োজনের উপলক্ষে ব্যাপক উত্কৃষ্ট কর্মক্ষম জনশক্তি অনুশীলন এবং সংগ্রহ করার জন্য পেইচিং সরকার অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনা প্রণয়ন করেছে। অলিম্পিক গেমসের চাহিদা অনুযায়ী, এ পরিকল্পনায় বৈদেশিক বিষয়ক, নিরাপত্তা সুরক্ষা, পরিবহন ও পরিবেশ সুরক্ষাসহ ১৬টি কর্মক্ষম জনশক্তির দল প্রতিষ্ঠার দায়িত্ব নিশ্চিত করা হয়। পেইচিং পারসোনেল ব্যুরোর মহাপরিচালক সিন থিয়েলিয়াং বলেছেন, সরকার যথাসম্ভবএ পরিকল্পনাকে আর্থ সমর্থন করবে। তিনি বলেছেন, 'আমরা অলিম্পিক কর্মক্ষম জনশক্তির পরিকল্পনাকে আর্থ সমর্থনের সমস্যা নির্ধারন করেঠি। অলিম্পিক কর্মক্ষম জনশক্তিকে অনুশীলনের আর্থবরাদ্দ বর্তমানে সারা শহরের কর্মক্ষম জনশক্তিকে অনুশীলনের আর্থবরাদ্দ হিসেবে অভাব হলে পেইচিং শহরের কর্মক্ষম জনশক্তির পরিচালনা দল সমঝোতা করবে।'

    এখন আমরা দেখবো কোনো গুরুত্বপূর্ণ সংস্থা কিভাবে অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনা বাস্তবায়ন করে।

    অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষার সমস্যার সরাসরি ব্যাপাক দৃষ্টি সজাগ রাখা হয়। কে অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষা করতে পারবে তা সমস্যার কেন্দ্র। এ সম্বন্ধে অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনায় পেইচিং শহরের গণ নিরাপত্তা ব্যুরোর ওপর প্রতিক্রিয়া ব্যক্ত ও বাস্তব সমস্যা মোকাবেলা করতে পারা এবং স্নেহ-মমতা বেশির প্রায় ১২হাজারের সৈন্যের অলিম্পিক গেমসের নিরাপত্তা সুরক্ষার বাহিনী প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উচিত পেশাগত কর্মক্ষম জনশক্তির অনুশীলন জোরদার ও বাস্তব নিরাপত্তা সুরক্ষা বাহিনীর সামর্থ্য উন্নয়ন করা। পেইচিং শহরের গণ নিরাপত্তা ব্যুরোর রাজনৈতিক বিভাগের পরিচালক শান চি বলেছেন, অলিম্পিক কর্মক্ষম জনশক্তি অনুশীলনের ক্ষেত্রে তাঁরা বৈবেশিক যোগাযোগের ওপর দৃষ্টি সজাগ রাখরেন। তিনি বলেছেন, 'বর্তমানে গণ নিরাপত্তা ব্যুরোর শতকরা ৫০ ভাগ পুলিশ সংশ্লিষ্ট পর্যায়ের ইংরেজি পরীক্ষা পাস করেছেন। আমরা ৪শোরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ক্যান্বেরা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে স্নাতাকোত্তরের ডিগ্রী লাভের জন্য লেখাপড়া করেন। যথাসাধ্য লেখাপড়ার কারণে ব্রিটেনের রাজী তাঁদেরকে সাক্ষাত্ দেন। এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক পুলিশ মহলের যোগাযোগ জোরদার করেছি, বিপল আন্তর্জাতিক তত্পরতা আয়োজনের অভিজ্ঞতা বাড়িয়েছি ও বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বিশেষ করে যে শহরগুলো অলিম্পিক গেমস আয়োজন করে, তাদের অগ্রণী অভিজ্ঞতা নিয়েছি।'

    কড়াকড়ি নিরাপত্তা সুরক্ষা হল বিশ্বের বিভিন্ন স্থানের অতিথিদের নিরাপত্তা সুরক্ষা। তখন অনেক বিদেশী অতিথি পেইচিংয়ে আসবেন। পরিকল্পনা অনুযায়ী পেইচিং পর্যটন ব্যুরোর উচিত উচ্চ পর্যায়ের পর্যটন পরিচালনা, পর্যটনের পেশাগত ও অলিম্পিক গেমস সংশ্লিষ্ট পর্যটন শিল্পের কর্মক্ষম জনশক্তি অনুশীলন করা। পেইচিং পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা বিস্তারিত ব্যবস্থা সম্বন্ধে বলেছেন, 'এক, আমরা এক উচ্চ পর্যায়ের পরিচালক ট্রেনিং-কোর্স প্রতিষ্ঠা করেছি। শ্রমমন্ত্রীর প্রযুক্তি যাচাই কেন্দ্র পরিচালকদেরকে প্রশিক্ষণ দেয়। দুই, আমাদের ব্যুরো ৫লাখেরও বেশি ইউয়ান রেনমিনবি দিয়ে ব্রিটেনের যোগ্যতামূলক প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী সকল হোটেলের পরিচালকদেরকে উচ্চ পর্যায়ের পরিচালকের প্রশিক্ষণ দেয়।'

    অলিম্পিক গেমস ২০০৮'র সময় পেইচিংয়ের বিভিন্ন স্থান ও স্টেডিয়ামে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। এটি হবে পেইচিংয়ের এক নতুন দৃশ্য। স্বেচ্ছাসেবকদের সেবা পেইচিং অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনার একটি বিষয়। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এক লাখ প্রতিযোগিতার স্বেচ্ছাসেবক সংগ্রহ করবে। এছাড়া পেইচিং সরকার সারা নাগরিকদের মধ্যে আরো বেশি শহর ও সামাজিক স্বেচ্ছাসেবক সংগ্রহ করবে।

    পেইচিং অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনায় অলিম্পিক গেমসের পর কর্মক্ষম জনশক্তি আবিশ্কারের বিষয় রয়েছে। যে ব্যক্তি উত্কৃষ্টভাবে পেইচিং অলিম্পিক গেমসের জন্য সেবা করবেন, তাঁরা সরকারী সংস্থার দায়িত্ব পালন ও পেইচিং সরকারের বিভিন্ন অগ্রাধিকার নীতিতে উপভোগ করতে পারবেন।

    সবচেয়ে উত্কৃষ্ট মানুষ সফল অলিম্পিক গেমস আয়োজন করেন এবং সফল অলিম্পিক গেমস সবচেয়ে মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ উন্নয়নের সুযোগ সরবরাহ করে। এটি হল অলিম্পিক কর্মক্ষম জনশক্তি পরিকল্পনার লক্ষ্য।