v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-20 15:27:51    
চীনের ছেলে মেয়েরা স্কুলে পড়ার পাশাপাশি কোচিংএ পড়ে কি?

cri
    বাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মো: ওমর ফারুক তাঁর চিঠিতে দুটো প্রশ্ন করেছেন, প্রথম হল, চীনের ছেলে মেয়েরা স্কুলে পড়ার পাশাপাশি কোচিংএ পড়ে কি? উত্তরে বলছি, গত কয়েক বছর ধরে চীনে ছেলে মেয়েদের জন্য কোচিং কোর্স খুব প্রচলিত। বিশেষ করে চীনের বড় বড় শহরগুলোতে সপ্তাহান্তে বা ছুটির দিনে ছেলে-মেয়েদেরকে বিভিন্ন কোচিং স্কুলে যেতে দেখা যায়। তারা সাধারণত ইংরেজি শোখা, ছবি আঁকা, কম্পিউটার কম্পিটার শেখা ইত্যাদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়। একটি সুত্র বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া ছেলে-মেয়েদের অনুপাত বেড়েছে। যেমন ব্রাজিলের একটি জরীপে দেখা দিয়েছে, ৫০ শতাংশেরও বেশী ছাত্র-ছাত্রী স্কুলে পড়ার পাশাপাশি কোচিং গ্রহণ করে। জাপানের একটি জরীপে দেখা দিয়েছে, প্রাথমিক স্কুলের ২৪ শতাংশ ছাত্র-ছাত্রী এবং মাধ্যমিক স্কুলের ৬৬ শতাংশ ছাত্র-ছাত্রী কোচিং কোর্স গ্রহণ করে।কিন্তু চীনে এ ধরনের জরীপে এখন পযর্ন্ত করা হয়নি। তবে জানা গেছে গ্রামাঞ্চল ছাড়া চীনে নব্বই শতাংশ ছাত্র-ছাত্রী স্কুলে পড়ার পাশাপাশি নানা ধরনের কোচিং বা প্রশিক্ষণ নিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি। চীনে ছেলে-মেয়েদের জন্য পৃথক স্কুল বা কলেজ আছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের পেইচিং, সাংহাই, হুহান, কুওয়াচৌ, নানচিং আর ছেডুতে পর পর নারী স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এ সব নারী স্কুল এখন স্থানীয় ক্ষেত্রে একটি বৈশিস্ট্যময় শিক্ষা ক্ষেত্রে পরিণত হয়েছে। বতর্মানে এ সব নারী স্কুল বে সরকারী। তবে পেইচিংএ এটি নারী ইনস্টিটিউট সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইনস্টিটিউটের নাম "চীনা নারী ইনস্টিটিউট"। এখানে উল্লেখ করা যেতে পারে যে, চীনের সাংস্কৃতিক বিপ্লব চালানোর সময় যে সব নারী স্কুল ছিল সে সব স্কুলএক সময় বন্ধ হয়ে যায়।

    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মো: সাইফুল ইমলাম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনে এফ এম সম্প্রচার শুরু হয় কোন সালে? এবং বতর্মানে চীনে এফ এম বেতারের সংখ্যা কত? উত্তরে বলছি, ষাট দশকের শেষ দিকে চীনের কোনো কোনো শহরের বেতারে এফ এম সম্প্রচার শুরু হয়। আশি দশকের মাঝামাঝি আর শেষ দিকে সারা চীনের প্রথ্যেকটি প্রদেশের বেতারে এফ এম সম্প্রচার শুরু হয়। তবে এফ এম বেতারের সংখ্যা কত হবে তা বলা সত্যিই মুশকিল। কারণ চীন একটি বিরাট দেশ। অজস্র বেতার স্টেশন আছে। এখন পযন্তু এ সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় নি। পরে যদি এ প্রসংগে কোনো তথ্য পাওয়া যায় তাহলে আবার এই অনুষ্ঠানে আপনাদের জানতে দেবো। কেমন?

    বাংলাদেশের কুষ্টিয়া জেলার শ্রোতা এস এম নাজমুস সাকিব প্লাস তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নিবার্হীর নাম কি? উত্তরে বলছি, চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম চীনা গণ ব্যাংক। বতর্মান প্রধান নিবার্হীর বা গভর্নরের নাম চো শিও ছুয়েন। এখানে উল্লেখ করতে হবে যে, চীনের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আরও কয়েকটি ব্যাংক আছে। তা হলো: চায়না ব্যাংক ,চীনের কনস্ট্রাকশান ব্যাংক, চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংক। তা ছাড়া, একটি বে সরকারী ব্যাংক ও রয়েছে। এই ব্যাংকের নাম মিনসেন ব্যাংক।