কিশোরগঞ্জ জেলার শ্রোতা আশরাফুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের কোন প্রদেশে সবচেয়ে বেশী সুসলমান বাস করে এবং সেখানে কয়টি দেশে কতটি সমজিদ আছে? প্রিয় বন্ধু , আপনার এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে চীনের ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলবো। চীনে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার শুরু হয় খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্য ভাগে অথার্ত চীনের থাং রাজবংশ আমলে। চীনের থাং রাজবংশ ও সোং রাজবংশ আমলে ইসলাম ধমার্বলম্বী আরব ও পারষ্যের ব্যবসায়ীরা স্থলপথে মধ্য-এশিয়ার উপর দিয়ে উত্তর-পশ্চিম চীনে আসতেন, আর নৌপথে আসতেন চীনের দক্ষিণ প্রান্তের গুয়াংযৌ শহরে ও দক্ষিণপূর্ব চীনের উপকূলীয় অঞ্চলের অন্যান্য বন্দরে। এতে আরব ও পারশ্যের জনগণের সঙ্গে চীনা জনগণের বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় যেমন প্রমারিত হয়েছিল, তেমনি চীনে ইসলাম ধর্মের
প্রচার ও বিস্তারও শুরু হয়েছিল। বিদেশ থেকে ইসলাম ধর্মের উলেমা, ধমর্প্রচারক ও মুসলমান পযর্টকদের আসতে থাকার সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন স্থানে মসজিদও স্থাপিত হতে থাকে। ইউয়ান রাজবংশ ও মিং রাজবংশ আমলে চীনে ইসলাম ধর্মের আরও প্রসার হয়। চীনের হুই, উইগুর, কাজাক, উজবেক, তাজিক, তাতার , কিরগিজ, ডোংসিয়াং, সালার, এবং বোনান এই দশটি সংখ্যালঘু জাতির মধ্যেই ইসলাম ধমার্বলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশী। যদি কোন প্রদেশে বসাবসরত মসুলমানদের সংখ্যা সবচেয়ে বেশী বলতে বলা হয়, তাহলে বলা যায় নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল ও সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশী। চীন দেশে কত মুসজিদ আছে তা বলা খুব কঠিন। এ প্রশ্নের উত্তর ঠিকমত দিতে না পারার জন্যে দু:খিত। 1 2
|