v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-30 19:20:51    
বতর্মানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর নাম কি?

cri
    রাজশাহি জেলার শ্রোতা আবুল কাসেম তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, বতর্মানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর নাম কি? উত্তরে বলছি, বতর্মানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর নাম ইয়াং চি সি। কিছু দিন আগে চীনের জাতীয় গণ কংগ্রেসের একটি অধিবেশনে তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রপদ নিযুক্ত হন। পররাষ্ট্র মন্ত্রী হওয়ার আগে তিনি উপ পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তা ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রে চীনের নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন। তিনি এক সময় তেং শিও পিন প্রমুখ চীনের শীর্ষ নেতাদের ইংরেজি দোভাষী ছিলেন।

    নরসিংদি জেলার শ্রোতা বিভাশ মিত্র তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীন সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের উচ্চতম সংস্থা কি? উত্তরে বলছি, রাষ্ট্রীয় পরিষদ হচ্ছে কেন্দ্রীয় গণ সরকার ও রাষ্ট্রীয় প্রশাসনের উচ্চতম সংস্থা। রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণ কংগ্রেসের নিকট দায়ী থাকে এবং কার্যবিবরণী পেশ করে। জাতীয় গণ কংগ্রেসের অধিবেশন যখন থাকে না সে সময় রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির নিকট দায়ী থাকে এবং

    কার্যবিবরণী পেশ করে। রাষ্ট্রীয় পরিষদের অধীনে আছে বেশ কয়েকটি মন্ত্রণালয়। চীনের বতর্মান প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও। তিনি বাংলাদেশ সফর করেছিলেন্।

    বগুড়া জেলার শ্রোতা সুলতানা মান্নান তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কতটি বিশ্ববিদ্যালয় আছে? সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। চীন একটি বিশাল দেশ। সারা চীনে অনেক বিশ্ববিদ্যালয় আছে। সুতরাং সারা চীনে বিশ্ববিদ্যালয়ের সঠিক সংখ্যা বলা কঠিন। প্রত্যেক প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় শাসিত মহানগরীগুলোতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু সম্পূন্ন পরিসংখ্যাণ অনুযায়ী, চীনে প্রায় সাত শোটি বিশ্ববিদ্যালয় আছে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। পেইচিং বিশ্ববিদ্যালয় , ছিনহুওয়া বিশ্ববিদ্যালয় চীনের দু'টো সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ দু'টো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা চীনের মেধাবি ছাত্র-ছাত্রীদের স্বপ্ন। অবশ্যই এ দুটো বিশ্ববিদ্যালয় ছাড়া. আরও কয়েকটি নাম-করা বিশ্ববিদ্যালয় আছে। যেমন পেইচিংএর গণ বিশ্ববিদ্যালয়, তিয়েনচিনের নানখেই বিশ্ববিদ্যালয়, সাংহাইয়ের ফুডেন বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

    কুষ্টিয়া জেলার শ্রোতা রিফাত তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের কোন জায়গায় নদনদী বেশী ? উত্তরে বলছি, দক্ষিণ চীনের জিয়াংসু ও যেজিয়াং প্রদেশে নদনদী বেশী হয়। নদীগুলোতে শুধু যে নৌকার চলাচল হয় তাই নয়, নানা ধরনের মাছও চাষ করা হয়। সুতরাং নদনদীগুলো সে সব অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

    গোপাপগন্ঞ্জ জেলার শ্রোতা দুলাল সাহা তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে চাকরি পাওয়া যায়? প্রিয় বন্ধু, আপনি কি জিজ্ঞেস করতে চেয়েছেন যে ,চীনে বিদেশীদের জন্য চাকরি আছে কি না? হ্যাঁ চীনে বিদেশীদের জন্য চাকরি আছে। কিন্তু কেবল দক্ষ ব্যক্তি দরকার। এখন অনেক বিদেশী চীনে চাকরি করছেন। তাঁরা চীনের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে কাজ করছেন। যেমন বেশ কয়েক জন বাংলাদেশী তাঁদের বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করে কয়েকটি শিল্প-প্রতিষ্ঠানে প্রযুক্তিবিদ হিসেবে কাজ কারছেন। তবে বতর্মানে চীনে স্বাধারণ বিদেশী কমর্চারীদের জন্য চাকরি নেই। আমরা জানি, অনেক বাংলাদেশী মধ্য-প্রাচ্য অঞ্চলে যেভাবে চাকরি করছে চীনে সেভাবে চাকরি করার সুযোগ পাবে না।