ভারতের পশ্চিম বঙ্গের হাওরা জেলার শ্রোতা নাজমুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীন কি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়? এখন পযর্ন্ত চীনের কি কেউ বিশ্ব সুন্দরী হয়েছে? উত্তরে বলছি, সাম্প্রতিক বছরগুলোতে চীন প্রত্যেক বছরে আয়োজিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু এখন পযর্ন্ত এই প্রতিযোগিতায় চীনের সুন্দরীরা ভাল সাফল্য অর্জন করতে পারেন নি। এখানে উল্লেখ করা যেতে পারে যে, অতীতে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার আগে চীন কোন দিন এ প্রতিযোগিতায় অংশ নেয়নি। কেবল সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার পর চীন এ ধরনের প্রতিযোগিতায় যোগ দিতে শুরু করে। সুতরাং চীনের সুন্দরীরা বিশ্ব সুন্দরীদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
ভারতের পশ্চিম বঙ্গের মুরসিদাবাদ জেলার শ্রোতা সিদ্ধাথ সরকার জানতে চেয়েছেন। চীনের মুদ্রার নাম ? ভারতীয় টাকার সঙ্গে তার বিনিময় হার কত? পেইচিং অলিস্পক গেমস ২০০৮ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানপেইচিংএর কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? উত্তরে বলছি, চীনের মুদ্রার নাম রেন মিন পি অথবা ইউয়ান। ভারতীয় টাকা রুপির সঙ্গে রেন মিন পির বিনিময় হয় হল
পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পেইচিংএর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বতর্মানেএই স্টেডিয়ামের নিমার্ন কাজ প্রায় শেষ হয়েছে। এই স্টেডিয়াম দেখতে পাখির বাসার মত বলে ' পাখির বাসা' স্ট্যাডিয়াম বলে আখ্যায়িত করা হয়। তা ছাড়া, পেইচিংএ বেশ কয়েকটি পুরাতন স্টেডিয়ামসংস্কার কাজও পুরোদমে চলছে। চলতি বছরের শেষ নাগাদ সমস্ত নতুন স্টেডিয়ামের নির্মান কাজ ও পুরাতন স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়ে যাবে।
বাংলাদেশের চাঁপাই নবাবগন্ঞ্জের শ্রোতা শাবীন উদ্দিন জিজ্ঞেস করেছেন, চীনের ধর্ম কি? চীন লোক কি কি ধর্মে বিশ্বাস করেন? উত্তরে বলছি, পৃথিবীর প্রধান তিনটি ধর্ম---বৌদ্ধধর্ম, খৃষ্টান ধর্ম ও ইসলাম ধর্ম চীনেও প্রচলিত। তা ছাড়া চীনের হান জাতির কিছু লোক ডাও ধর্মে বিশ্বাসী। সুতরাং, চীনে কোন কোন লোক বৌদ্ধধর্মে বিশ্বাস করে, কোন কোন লোক ইসলাম ধর্মে বিশ্বাস করেন । কিন্তু চীনে বৌদ্ধ ধর্মেবিশ্বাসীদের সংখ্যা সবচেয়ে বেশী। ইসলাম ধর্মে বিশ্বাসীদের সংখ্যাও কম নয়। চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল , এবং ছিনহাই প্রদেশে অধিকাংশ লোক ইসলাম ধর্মে বিশ্বাস করেন।
বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মদন কুমার বসাক তাঁর চিঠিতে চীনের স্কুল শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছেন। এখন্ এ সম্পর্কে কিছু বলবো। চীনের প্রাথমিক স্কুলের শিক্ষার মেয়াদ ছয় বছর। ছেলেমেয়েদের স্কুলে যেতে শুরু করা বয়স সাড়ে ছ'বছর থেকে সাত বছর। চীনের মাধ্যমিক স্কুলের শিক্ষার মেয়াদ ছয় বছর। জুনিয়ার মাধ্যমিক স্কুল তিন বছর এবং সিনিয়া মাধ্যমিক স্কুল তিন বছর। বতর্মানে চীনে জুনিয়ার মাধ্যমিক স্কুল অথবা নবম শ্রেণী পযন্ত শিক্ষা বাধ্যতামূলক।
বাংলাদেশের পাবনা জেলার শ্রোতা সমরেন্দ্র বিশ্বাস তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের কয়টি শহরে পাতাল রেল আছে। উত্তরে বলছি, বতর্মানে চীনের রাজধানী পেইচিং, সবচেয়ে বড় বাণিজ্য শহর সাংহাই , গুয়াংযৌ শহর. সেনছেন শহরে পাতাল রেল আছে। চিয়াংসু প্রদশের রাজধানী নানচিন শহরে পাতাল রেলের নির্মান কাজ পুরোদম্যে চলছে । চীনের বিভিন্ন জায়গায় অর্থনীতির দ্রুত উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে অদূর ভবিষ্যতে আরও কয়েকটি বড় বড় শহরে পাতাল রেল নির্মান করা হবে।
|