v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-12 16:50:56    
চীনে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা কত?

cri

    নরসিংদি জেলার শ্রোতা আসাদ হোসেইন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা কত? মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা কি মোবাইল ফোন ব্যবহার করেন? আসাদ হোসেইন বন্ধু, আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়া সত্যই একটু কঠিন । কারণ যদিও গত বছরে সংশ্লিষ্ট এক সূত্রে চীনের মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশিত হয়েছে তবুও চীনের মোবাইন ফোন ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে এখন সঠিক কত মোবাইন ফোন ব্যবহারকারী তা বলা সত্যিই খুব কঠিন। তবু সম্প্রতি চীনের তথ্য মন্ত্রণালয় প্রকাশিত এক জরিপে জানা গেছে, বতর্মানে চীনে মোবাইল ফোন ব্যবহারকারিদের সংখ্যা প্রায় ২৪ কোটি।অন্য কথায় ছ'জন চীনা মানুষের মধ্যে এক জন হল মোবাইল ফোন অধিকারি।এখন চীন সারা বিশ্বে সবচেয়ে বেশী মোবাইল ফোনের অধিকারি দেশে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি সুইল্যান্ড ব্যাংকের একটি রিপোটে বলা হয়েছে, চীনে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা আরও বেশী । এই ব্যাংকের একটি বিশ্লেষণের মতে, বতর্মানে চীনে শতকরা ৩০ ভাগ মানুষ মোবাইলফোন ব্যবহার করে।

    এই বিশ্লেষণে বলা হয়েছে, চীনে অনেক লোক একাধিক মোবাইল ফোন নম্বর ব্যবহার করে। অন্যথায় চীনের নাগরিকদের মধ্যে অনেকের কাছে একাধিক মোবাইল ফোন আছে। এ কথাও বলা যায় চীনে প্রত্যেক দিন মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা বিপুল পরিমাণে বাড়ছে। আসলে চীনে মোবাইল ব্যবহারীদের সংখ্যা সঠিকভাবে বলা খুব কঠিন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। বতর্মানে মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকের মোবাইল ফোন আছে। কিন্তু স্কুলের শৃংখলা অনুযায়ী, স্কুলে মোবাইল ফোন আনা নিষিদ্ধ। কিন্তু স্কুলের শৃংখলা মানে না এমন ছাত্র-ছাত্রীর সংখ্যাও কম নয়। ভবিষ্যতে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা আরও বাড়বে। কুষ্টিয়া জেলার শ্রোতা ইসরাফিল হোসেন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সালের কোন মাসে অনুষ্ঠিত হবে? বতর্মানে প্রস্তুতিমূলক কাজ কেমন চলছে? উত্তরে বলছি, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সালের ৮ অ্যাগস্ট মাসে শুরু হয়।চীনের ঐতিহ্য অনুযায়ী ৮ নম্বর শুভ নম্বর।

    সুতরাং পেইচিং অলিম্পিক গেমসে এই মাসের এই তারিখে অনুষ্ঠিত হয়। বতর্মানে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর বিভিন্ন প্রস্তুতমূলক কাজ পুরোদ্যমে চলছে। অনেক জ্যামনেজিয়ামের নির্মান কাজ চলতি বছরের শেষ দিকে শেষ হয়ে যাবে। তা ছাড়া পেইচিংএর বেশ কয়েকটি পুরাতন স্ট্যাডিয়াম ও জ্যামনেজিয়ামের সংস্কার কাজও পুরোদ্যমে চলছে। গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা পেইচিং পরিদর্শন করেছেন। তারা পেইচিংএর প্রস্তুতিমূলক কাজে সন্তুষ্ট। পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্যে পেইচিং পৌর সরকার বিভিন্ন তাত্পযর্সম্পন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পেইচিং বাসীদের মধ্যে অলিম্পিক্ম সম্পর্কে জ্ঞানও প্রচারিত হচ্ছে। এক কথায়, পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ যাতে অলিম্পিক ইতিহাসে আড়ম্বরপূর্ণ একটি অলিম্পিক গেমসে পরিণত হয়, সে জন্য চীন সরকার এবং পেইচিং পৌ সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর উদ্বোধন থেকে মাত্র পাঁচ শোরের কম দিন বাকী আছে।বিশ্বের দৃষ্টি আগামি বছর অগ্যাষ্ট মাসের ৮ তারিখের উপর নিবিষ্ট হয়ে পড়বে। তখন মহা চীনের তার সুষ্ঠু ভাবমূর্তি বিশ্ব সম্প্রদায়ের সামনে প্রকাশ পাবে।

    শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের প্রত্যেক বুধবারের বিশেষ অনুষ্ঠান ----মুখোমুখি। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোন মতামত ও পরামর্শ থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। এই অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনাদের ভাল প্রস্তাব দরকার। সুতরাং আমরা আশা করি, আপনারা সক্রিয়ভাবে আপনাদের গঠনমূলক প্রস্তাব উত্থাপন করবেন। কারন এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। আপনাদের অংশ গ্রহণ বা সহযোগিতা না পেলে এই অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন করি। চীনে মোট কয়টি প্রদেশ আছে? আবার বলছি চীনে মোট কয়টি প্রদেশ আছে? এই প্রশ্ন আমাদের গত বারের আসরে উত্তর দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে আপনাদের মধ্যে একজন শ্রোতা পুরস্কার পাবেন। শ্রোতা বন্ধুরা আজকের এই আসর এখানে শেষ হল। ভাল থাকুন, সুস্থ্য থাকুন। আগামি সপ্তাহে আবার কথা হবে।