v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-24 20:53:10    
বাংলা ও চীনে যাওয়া আসার বিমান ভাড়া কত?(ছবি)

cri

    রাজশাহী জেলার শ্রোতা মো: ইসমাইল হোসাইন তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, বাংলাদেশ ও চীনে যাওয়া আসার বিমান ভাড়া কত? বাংলাদেশ –চীন রুটের বিমান খুনমিং ছাড়া পেইচিং বিমান বন্দরে অবতরন করে কিনা? উত্তরে বলছি, চীন আর বাংলাদেশের মধ্যে বিমান চলাচল ব্যবস্থা চালু হওয়ার পর ঢাকা আর চীনের খুনমিংয়ের মধ্যে বিমান লাইন সপ্তাহে দু'বার যাতায়াত করা হয়। এ বিমান লাইন চালু হওয়ার পর দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রের লেতেন ঘনঘন হয়ে উঠেছে। ঢাকা থেকে খুনমিং পযর্ন্ত বিমান ভাড়া মাত্র ১২ হাজার টাকার একটু বেশী। ঢাকা থেকে চীনের রাজধানী পেইচিং পযর্ন্ত বিমান ভাড়া ২৪ হাজার টাকার একটি বেশী যাতায়াতের জন্যপ্রথমে বাংলাদেশের যাত্রীদেরকে ঢাকা বিমান বন্দর থেকে চীনের খুনমিং যেতে হবে। চীনের অন্যান্য যায়গায় যেতে হলে প্রথমে খুনমিং বিমান বন্দরে ট্রানাজিট হিসেবে তারপর যাত্রীরা চীনের অভ্যন্তরীণ বিমানে চড়ে বা ট্রেনে করে চীনের যে কোন জায়গায় যেতে পারেন।

    গোপালগন্জ জেলার শ্রোতা মো: জুয়েল আহম্মেদ মল্লিক তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের বিমানের প্রতীক কি? বতর্মানে চীনে কতটি বিমান আছে? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। বতর্মানে চীনে অনেক বিমান কোম্পানি আছে। প্রত্যেক বিমান কোম্পানির নিজস্ব প্রতীক আছে। প্রতীক ছাড়া নিজ নিজ কোম্পানির নামও বিমানে লেখা আছে। সুতরাং চীনের বিমানের প্রতীক কি তা বলা কঠিন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া আরও কঠিন। সারা চীনের বে-সামরিক বিমানের সংখ্যা কত , সঠিকভাবে বলা খুব কঠিন। কারন এ সম্পর্কে কোন সরাকরী তথ্য এখনও প্রকাশিত হয়নি।

    ঝিনাইদহ জেলার শ্রোতা এ ,এইচ এম গোলাম রসুল তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনা সেনাবাহিনীতে মহিলা আছে কি? পৃথিবীর সবচে দীর্ঘ নদী কোনটি? উত্তরে বলছি, চীনা সেনাবাহিনীতে মহিলা সৈন্য ও অফিসার আছে। সেনাবাহিনীতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। নাইল নদী বিশ্বের সবচে দীর্ঘ নদী। আফ্রিকার পূবার্ঞ্চলের বুলনটি মালভুমি এই নদীর উত্স। নাইল নদী বুলনটি, ত্যানজাননিয়া, কেনিয়া, উগানদা, জায়ারে , সুদান, ইথিওপিয়া আর মিসরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নদীর মোট দীর্ঘ ৬৬০০টিরও কিলোমিটারেও বেশী।