v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-26 15:35:11    
বড় দিনের গান

cri

    দশ বারো বছর আগে, আলোকমালা ও স্যান্টাক্লজ চীনাদের জন্য খুব অচেনা ছিল। কিন্তু প্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর আদান প্রদানের সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর চীনারা পশ্চিমা দেশগুলোর উত্সব এখন প্রায়শই পালন করতে পছন্দ করে। বর্তমানে তরুণ-তরুণীরা বড়োদিনের আগের দিনে বিভিন্ন ধরনের নৈশভোজ আয়োজন করে এবং বন্ধু ও আত্মীয়স্বজনদের মধ্যে উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানায়।

 

    এখন আপনারা যে গানটি শুনছেন, তা শিল্পী ছেন লিনের গাওয়া 'আলোকমালায় এসেছেন'। গানটিতে খ্রিস্টজন্মোত্সবকালের মানুষদের সুখ-দুখের স্মৃতির বর্ণনা করা হয়েছে।

 

    খ্রিস্টজন্মোত্সবকে স্বাগত জানিয়ে, চীনের অনেক বড় বড় শহরের হোটেল ও দোকান পাই এক মাস আগে থেকেই বিভিন্ন পর্যায়ে খ্রিস্টজন্মোত্সবের জন্য পরিপাটি করে সাজানো গোছানোর কাজ শুরু করেছে। কিছু কিছু ছোট দোকানেও খ্রিস্টজন্মোত্সব সংক্রান্ত উপহার বলতে গেলে অনেক বিক্রি হয়।

    এখন আপনারা যে গানটি শুনছেন, তা হলো ফল সংগীত দলের 'বড়োদিনের আগের দিন' শিরোনামের নিজস্ব সৃষ্ট গান। তিন'জন প্রাণবন্ত তরুণ তাদের আগই ও চেষ্টার মধ্য দিয়ে এই দল প্রতিষ্ঠা করেছেন। শিল্পী চাং ওয়েই'র গাওয়া তারুণ্যদীপ্ত এই গানে অভাবনীয় প্রাণশক্তি রয়েছে। গানের কথাগুলো এমনঃ Silent night, নিঃশব্দ রাত্রী যেন বড়োদিনের আগের দিন। হারিয়ে যায় না, শুধু ধীরস্থিরভাবেই লান হয়ে থাকে নিজের ভূবনে। বাতাসের সাথে গায়ে পবিত্র কন্ঠস্বর আমার জানলায় ভেসে আসছে। আমি বিসোচিত হয়ে যাই।

    খ্রিস্টজন্মোত্সবকালে অনেক তরুণ-তরুণীরা গির্জায় যেতে পছন্দ করে। দক্ষিণ পেইচিংয়ের সুয়ান উ অঞ্চলের ক্যাথলিক গির্জা হচ্ছে পেইচিংয়ের সবচেয়ে পুরোনো গির্জা। খ্রিস্টজন্মোত্সবের আগে, এই পুরোনো গির্জাকে খুব সুন্দর করে সাজানো হয়। বড়োদিনের আগের দিন ও খ্রিস্টজন্মোত্সবের দিন, গির্জায় আড়ম্বরপূর্ণ উপাসনা, ভোজন ও কন্সার্টের আয়োজন করা হয়। নববর্ষের ঘন্টা ঢং ঢং করে বাজার সময় স্যান্টাক্লজ সবাইকে কিছু না কিছু উপহার দেবেন। বিশেষ করে শিশুরাতো স্যান্তাক্লজের জন্য পাগল থাকে।

    হ্যা বন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন, তা শিল্পী ইয়াং খুন ও শিল্পী ছেন লিন এর দ্বৈত কন্ঠে গাওয়া 'পবিত্র রাত' শীর্ষক গান। গানের কথা হলঃ হাজারো তারা ঝিক মিক করছে। কে না নিজের জন্ম রাতকে মনে রাখে? তুমি কোথায় বড় হয়েছো তা বড় নয় বরং তুমি এখন কোথায় জীবন-যাপন করছো তাই বড়। শুধু মাত্র আজ রাতেই জনই দেবদূতের গান।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভূবন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের আনন্দ দিয়েছে। শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে। শুভ খ্রিস্টজন্মোত্সব, শুভ ক্রীসমাস।


1 2