
(পেইচিং হোটেল) ১৭ ডিসেম্বর পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটি পেইচিং হোটেল ও পেইচিং গ্র্যান্ড হোটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যে, এ দু'টি হোটেল পেইচিং অলিম্পিক গেমস-২০০৬এর সদর দফতর হোটেল হিসেবে দায়িত্ব পালন করবে।

(গ্র্যান্ড হোটেল)
নিয়ম অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটি ও সংশ্লিষ্ট দায়িত্ববান সংস্থা পেইচিংয়ের হোটেলগুলো পরিদর্শন ও মূল্যায়ন করেছে। পরিদর্শন রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি পেইচিং অলিম্পিক গেমসের সময়ে এ দু'টি হোটেলকে অলিম্পিক পরিবারের প্রধানত সদস্যদের আবাস এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর ও পরিদর্শন কেন্দ্র নির্ধারন করেছে।
অলিম্পিক পরিবারের সদর দফতর পেইচিং অলিম্পিক গেমসের সময়ে স্বাভাবিক, নিরাপত্তা ও বাস্তবায়ন কার্যকর এবং বিভিন্ন প্রতিনিধি দল ও ব্যক্তিদের থাকা ও কাজের তৃপ্তির জন্য এ দু'টি হোটেল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটির বিভিন্ন নিয়ম, নীতি ও নির্দেশ মেনে চলবে থাকবে এবং পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটির নিরাপত্তা আওতায় পরিচালনা করবে।
|