গোপালগঞ্জ জেলার শ্রোতা মো: জুয়েল আহম্মেদ মল্লিক তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তরে বলছি, চীনের কোন মহিলা নভোচারী নেই। কিন্তু সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মহিলা নভোচারী তৈরীর জন্যে গত বছর চীনের বিমান বাহনী থেকে বেশ কয়েক জন নারী সৈন্যকে বাছাই করা হয়েছে। বতর্মানে তাঁরা কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। অদূর ভবিষ্যতে চীনের মহিলা নভোচারী মহাকাশে যাবেন বলে আশা করা হচ্ছে।
বগুড়া জেলার শ্রোতা মো: ওমর ফারুক তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, পেইচিং ও সাংহাই শহরে কি সমজিদ আছে? উত্তরে বলছি, কেবল এ দুটো শহর নয় চীনের অন্যান্য বড় শহরেও মসজিদ আছে। কেননা, সারা চীনের বড় বড় শহরগুলোতে মুসলমান বসবাস করে। পেইচিং শহরে নিওচিয়ে নামে একটি রাস্তা আছে যেখানে কেবল মুসলমান বসবার করেন। এই রাস্তায় বেশ কয়েকটি মসজিদ আছে। পেইচিং শহরের ডোংসি মসজিদ তৈরী হয়েছিল ৫০০ বছর আগে। ডোংসি মসজিদটি ১৯৫২ ও ১৯৭৪ সালে দু বার মেরামত করার ফলে নতুন করে রুপ পেয়েছে। এখন মসজিদটিতে রয়েছে নামাজ পড়ার প্রশন্ত হল-ঘর , ওজু করার ঘর এবং গ্রন্থাগার।গ্রন্থাগারে যেমন সংরক্ষিত রয়েছে চীনের বিভিন্ন আমলের ইমাম ও আলেমদের হাতে লেখা কোরান এবং মুসলমানদের দর্শন, ইতিহাস ও সাতিহ্য-বিষয়ক রচনা ও গ্রন্থ, তেমনি রয়েছে মিশর, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশে প্রকাশিত ইসলামী ধর্মগ্রন্থ। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের প্রত্যেক বুধবারের বিশেষ অনুষ্ঠান 'মুখোমুখি'। অনুষ্ঠানটি শেষ হওয়ার আগে আপনাদের জন্যে একটি প্রশ্ন। প্রশ্নটি হল, চীনের জাতীয় খেলা কোনটি? আবার বলছি. চীনের জাতীয় খেলা কোনটি? আশি করি আপনার চিঠিতে এই প্রশ্নের উত্তর দিবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
|