v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-01 19:27:13    
চাওয়া-পাওয়া ( ২০ আগষ্ট )

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া-পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতো শ্রোতাবন্ধুদের পছন্দের কিছু গান প্রচার করবো।

    সম্প্রতি কিছু কিছু শ্রোতাবন্ধু আমাদের বাংলা বিভাগকে ফোন করেছিলেন। ফোনে তাঁরা যার যার প্রিয় শিল্পীর নাম বলেছিলেন। আজকের অনুষ্ঠানে আমি সে সব শ্রোতাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের গভীর আগৃহ ও সমর্থন দেখে আমরা গভীরভাবে মুগ্ধ হই। শ্রোতাবন্ধু সারওয়ার মোল্লা সৌদী আরব থেকে ফোন করেছিলেন। তিনি আমাদের অনুষ্ঠানে "সুইটি আর কেঁদোনা"নামে হাসানের গাওয়া গানটি শুনতে চেয়েছেন। কিন্তু আমি খুব দুঃখিত, আমাদের হাতে এই গান নেই। তাই হাসেনের আরেকটি গান শোনাবো। গানের নাম "হৃদয় সংবিধানে লেখা"।

    বাংলাদেশের নড়াইল জেলার শাহাদত হোসেন আমাদেরকে একটি ফোনও করেছিলেন। ফোনালাপে তিনি বলেছেন, তিনি চাওয়া পাওয়াতে শিল্পী ফকির আলমগীরের যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। মন আমার দেহ ঘড়ি নামে ফকির আলমগীরের গাওয়া গানটি শোনাবো।

    বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ঘোষগাঁতী গ্রামের মো: জাকারিয়া হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন: চাওয়া পাওয়া অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধের গান প্রচার করা হয়। আমিও একটি গান প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পথিক নবীর কন্ঠে "আমার একটি নদী ছিল জানলোনাতো কেউ, সে নদীর জল ছিল না, কুল ছিল না, শুধু ঢেউ" এই গানটি প্রচার করবেন। আচ্ছা, বন্ধু, এখন আমরা একসাথে "নদী"নামে পথিক নবীর গাওয়া গানটি শুনবো।

    বাংলাদেশের দিনাজপুর জেলার মন-তার আন্তর্জাতিক বেতার শ্রোতাসংঘের কার্যকরী সদস্য মো: মোতাহার হোসেন সরকার আমাদের অনুষ্ঠানে " এক নদী রক্ত পেরিয়ে"নামে দেশাত্মবোধক গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, চলুন, শাহনাজ রহমত -উল্লার-এর গাওয় এই গানটি শুনবো।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।