v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-31 16:17:09    
আফ্রিকার জনগণের সঙ্গে একত্রে সুন্দর জীকন সৃষ্টি করা

cri

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের অধিক থেকে অধিকতর শিল্প-প্রতিষ্ঠান আফ্রিকায় পুঁজি বিনিয়োগ অথবা ব্যবসা করতে গিয়েছে। এখন যদি আপনি আফ্রিকার যে কোন একটি দেশের রাস্তায় হাঁটাহাঁটি করেন তাহলে অবশ্যই চীনা লোক আপনার চোখে পড়বে। আফ্রিকায় চীনা লোক ও চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলো কি কি ভূমিকা পালন করেছে। আফ্রিকার অধিবাসীরা কি চীনের তৈরী জিনিসপত্র পছন্দ করেন? এ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতা নাইজেরিয়ার লাগোস থেকে একটি রেকডিংভিত্তিক রিপোর্ট পাঠিয়েছেন। 

    লাগোস বাজার নাইজেরিয়ার দক্ষিণাংশের উপকূলীয় শহর---রাগোসে অবস্থিত। এটা হল নাইজেরিয়ার সবচেয়ে বড় আকারের বাজার যেখানে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। মাত্র দু' বর্গমিটার জায়গায় হাজার হাজার দোকানপাট গড়ে উঠেছে। সরু রাস্তার দু'পাশে কেবল দোকানপাটের সারি। এ বাজারে লোকেরা নানা ধরনের কাপড়চোপড় এবং অন্যান্য নিত্য ব্যবহার্য্য দ্রব্য কিনতে পারেন। এ সব দ্রব্যের মধ্যে বেশীর ভাগই চীন থেকে রফতানি করা হয়েছে। ওলাওয়ালে এই বাজারের চীনের একটি পোষাক কাম্পানির বাজার ম্যানেজার। তিনি সংবাদদাতাকে বলেছেন, চীনের পণ্যদ্রব্য স্থানীয় লোক জনের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে। তিনি বললেন,

    চীনের কোম্পানি এখনকার মানুষের জন্যে কর্মসংস্থানের সুযোগ যুগিয়ে দিয়েছে। বতর্মানে নাইজেরিয়ায় চীনের তৈরী জিনিসপত্র প্রচুর পাওয়া যায়। তা ছাড়াও, চীনের তৈরী জিনিসপত্রের প্রভাবে এখন এ বাজারে পণ্যদ্রব্যের সার্বিক দাম অনেক কমে গেছে । সুতরাং যারা মাসে মোটামূটি বেতন পায় তারাও এখানকার অনেক দ্রব্যএখন কিনতে সক্ষম ।

অতীতে যারা নাইজেরিয়ায় এসেছেন তারা সাধারণত ছোট ছোট ব্যবসা করেছেন। কিন্তু এখন চীনের অধিক থেকে অধিকতর লিশ্প-প্রতিষ্ঠান নাইজেরিয়ায় পুঁজি বিনিয়োগ করতে এসেছে। চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত রাস্তার সংস্কার, কৃষি উন্নয়ন, বিদ্যুত ও টেলিযোগযোগ উন্নয়নে অংশ নিয়েছে।রাস্তার সংস্কারে স্থানীয় লোকজনউপকৃত হয়েছে । এ প্রসঙ্গে চীনের সিভিল ইন্জিনিয়ারিং কনস্ট্রাকসন কোম্পানিরম্যানেজার চোও তিয়েন সিয়াং বলেছেন,

     রাস্তার মেরামত হওয়ার পর এখানকার অনেক সম্পদ এখন বাইরে পাঠানো যায়। অতীতে অনেক জায়গায় রাস্তা একদম ছিল না। স্থানীয় লোকজন জিনিসপত্র তাদের পিঠে চাপিয়ে বাইরে নিয়ে যেত। সুতরাং অনেক জিনিস যেমন ফল আর কোকো সময়মত বাইরে না পৌঁছুতে পারায় পচে যেত । তিনি আরও বলেছেন, তার কোম্পানির অধিকাংশ কর্মচারী স্থানীয় লোক। তাদের মধ্যে উচ্চ পদস্থ ব্যবস্থাপনা ব্যক্তিও রয়েছেন। তিনি বলেছেন,

     অনেক স্থানীয় লোক আমাদের কোম্পানিতে কাজ করেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যবস্থাপনার কাজ করেন। কর্মচারীর অনুপাত হল একজন চীনা আর দশজন নাইজেরিয়ান।

    চীনের কাম্পানিগুলো নাইজেরিয়ায় যে কাজ করেছে স্থানীয় লোকজনতার ভূয়সী প্রশংসা করেছেন। কৃষি ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা প্রসঙ্গে নাইজেরিয়ার রাষ্ট্রীয় মুদ্রা তৈরী কাম্পানির কর্মচারী সালিসু বলেছেন,

     চীনের সঙ্গে সহযোগিতা চালানোর মাধ্যমে আমরা উচ্চ মানের কারিগরি সহযোগিতা পেয়েছি। তা ছাড়া আমরা আরও আধুনিক ও কার্যকর কৃষি প্রযুক্তি পেয়েছি। দু'দেশের সহযোগিতায় জনসাধারণ উপকৃত হয়েছে। আমি আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে।