পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ২৭ অক্টোবর জানিয়েছে, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের টিকিট বিষয়ক পরিকল্পনার কাজ এ বছরের শেষ দিক থেকে শুরু হবে।
পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির বাজার উন্নয়ন বিভাগের প্রধান ম্যাডাম ইউয়ান বিন বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস আর প্রতিবন্ধী অলিম্পিক গেমসের টিকিট বিষয়ক পরিকল্পনার কাজ এ বছর বিভিন্ন দেশ ও অঞ্চলের অলিম্পিক কমিটিসহ অলিম্পিক পরিবারের সকল সদস্যদের মাধ্যমে শুরু হবে। আগামী বছর থেকে সারা বিশ্বের জনসাধারণের কাছে টিকিট বিক্রি শুরু হবে।
পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি আরো বলেছে, অনুমান অনুযায়ী, পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস আর প্রতিবন্ধী অলিম্পিক গেমসের টিকিট বিক্রির পরিমান প্রায় ৭০ লাখ হবে। এর মধ্যে উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানের টিকিট বিক্রির পরিমান হবে প্রায় ৬০ হাজার।
|