আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ ১৮ অক্টোবর আদ্দিসআবাবায় এক বিবৃতিতে কোটেডিভা সমস্যা নিয়ে নতুন প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবে কোটেডিভার অন্তর্বর্তিকালীন সরকারের কার্যমেয়াদ এবং কোটেডিভার বর্তমান প্রেসিডেন্ট লাউরেন্ট গাগবোর
মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, সেনাবাহিনী নিয়ন্ত্রণের অধিকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রী চার্লেস কনান বান্নিকে দেয়া উচিত। তাঁকে সশস্ত্র শক্তি নিরস্ত্র করা, অধিবাসীদের সামাজিক মর্যাদা নিরূপণ করা এবং নির্বাচন প্রস্তুতি নেয়াসহ বিভিন্ন কাজ করতে হবে।
চলতি মাসের শেষ দিকে নিরাপত্তা পরিষদ কোটেডিভা সমস্যা সমাধানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবে। তখন আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হবে।
|