আরব লীগের মহাসচিব আমুর মুসা ৯ অক্টোবর কায়রোতে বলেছেন, দারফুরে আন্তর্জাতিক বাহিনীর আফ্রিকান লীগের কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়া উচিত ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন , এ বছরের শেষে আফ্রিকান লীগের শান্তিরক্ষী বাহিনীর কার্যমেয়াদ শেষ হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দারফুর সমস্যা সমাধান করার উপায় খুঁজে বের করা । বিষয়টি হচ্ছে ভবিষ্যত আরব লীগের কাজকর্মের গুরুত্বের মধ্যে অন্যতম ।
মুসা আরো বলেছেন, সম্প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমার এল -বাশির দারফুর অঞ্চলে আফ্রিকান লীগ ও জাতিসংঘের সহযোগিতা ত্বরান্বিত করা এবং দারফুর শান্তি চুক্তির বাস্তবায়ন সম্পর্কে পরিকল্পনা উত্থাপন করবেন । তিনি বিশ্বাস করেন, এ পরিকল্পনা দারফুর সমস্যা সমাধানের সুযোগ দেবে ।
|