|
তুমি সুন্দর ওগো চন্দনা
যেন মেঘ মন্ডল মনোহরী
তোমার চন্দন মাখা মুখ
যেন জোছনার দেহ বল্লরী
নব জোয়ারের টলমল জল
যেন তোমার চোখে অবিরল
নব ফাগুনের বাসন্তী তুমি
যেন মোর শিউলী বকুল
আমি রূপের বৈভব চাইনাকো
আমি তো তোমার প্রেমেই পাগল
---বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামাসনা গ্রামের সোনামাসনা মিতালী ইন্টারন্যাশনাল ক্লাবের মো: দোলন খান।
|