** চীনের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান কোনটি? চীনের সুন্দরতম বৃহত্তম সমুদ্র সৈকতের নাম কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার নয়নামতি উত্তর পাড়ার ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের মোঃ ইউসুফ আলী এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের আশরাফুল আশেক
উঃ সবচেয়ে আকর্ষণীয় স্থান বলা একটু কঠিন। কারণ অসংখ্য আকর্ষণীয় স্থান আছে, যেগুলো নিজ নিজ বৈশিস্ট্যে বিশিষ্ট। তবে আমি সুন্দর একটি সমুদ্র সৈকতের বর্ণনা করতে পারি।
চীনের হাইনান প্রদেশের সান ইয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকের ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ইয়াং লুং উপসাগরের তীরের চীনের দশটি সুন্দরতম সমুদ্র সৈকতের তালিকাভূক্ত হয়েছে। সেখানে আট কিলোমিটার সমুদ্ররেখায় নানা রকম গ্রীষ্মমন্ডলীয় গাছপালা আছে, নানা বৈশিষ্টসম্পন্ন হোটেল সুশৃঙ্খলভাবে ছড়িয়ে আছে। ইয়া লুং উপসাগরে আধুনিক পর্যটনের পাঁচটি প্রধান উপাদান অন্তর্ভুক্ত আছে, যেমন সমুদ্র, সৈকত, সুর্যালোক, সবুজ এবং টাটকা বাতাস। বার্ষিক গড়পরতা তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে সমুদ্রের পানির নিম্নত্তম তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। সারা বছরে সেখানে সাতার কাটা আর নানা সামুদ্রিক ক্রীড়া উপভোগ করা যায়। উপসাগরের আয়তন ৬৬ বর্গকিলোমিটার, একই সময় দশ হাজারাধিক লোক এখানে নানা ক্রীড়ায় অংশ নিতে পারেন। **চীনে অলিম্পিক গেমস্ কয়টি শহরে অনুষ্ঠিত হবে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার চাটমোহরের বিন্যাবাড়ী গ্রামের মোঃ কায়ছার রহমান
উঃ ২০০৮ সালের অলিম্পিক গেমস প্রধানতঃ চীনের রাজধানী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে, এর জন্য মোট ৩৭টি স্টেডিয়াম ব্যবহৃত হবে। পেইচিংয়ে ৩২টি। তা ছাড়া, শেন ইয়াং, ছিনহুয়াংতাও, থিয়ান চিন, ছিং তাও এবং শাংহাই এই পাঁচটি শহরেও কিছু কিছু অলিম্পিক গেমসের প্রতিযোগিতা আয়োজিত হবে।
**চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে কোন্ সালে, তারপর প্রথম বাংলাদেশ সফরকারী চীনের রাষ্ট্রীয় নেতা কে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রাজশাহী জেলার বিষহরা গ্রামের মোঃ মিলন মাহমুদ
উঃ ১৯৭৫ সালে চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তত্কালীন চীনের উপ-প্রধানমন্ত্রী লি সিয়ান নিয়ান একই বছরে বাংলাদেশ সফর করেন। তিনি হলেন বাংলাদেশ সফরকারী চীনের প্রথম রাষ্ট্রীয় নেতা। এরপর তিনি যথাক্রমে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে চীনের উপ-প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেছেন। ১৯৮৬ সালে তিনি তৃতীয় বার বাংলাদেশ সফরকালে ঢাকার মেয়র তাঁকে এক সোনালী চাবি উপহার দেন।
** চীনে ঋতু কয়টি ও কি কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার বুড়িরহাট ফার্মের গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
উঃ চীনে চারটি ঋতু আছে, বসন্ত, গ্রীষ্ম, শরত্ এবং শীতকাল। চীনের অধিকাংশ এলাকা উত্তর সমশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত, আবহাওয়া কোমল , চারটি ঋতু স্পষ্ট, মানবজাতির আবাসের উপযুক্ত।
** আপনারা প্রায়ই বলে থাকেন "পশ্চিমা বিশ্ব" । এই পশ্চিমা বিশ্ব বলতে কোন্ দেশগুলিকে বলা হয়ে থাকে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার স্টেশন রোডের গ্লোবাল ডিএক্স ক্লাবের চেয়ারম্যান শামীম আহমেদ সন্জু
উঃ পশ্চিমা বা পাশ্চাত্য দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশসমূহ এবং যুক্তরাষ্ট্র ও জাপান ইত্যাদি। জাপান ভৌগলিক দিক থেকে প্রাচ্যের দেশ হলেও রাজনৈতিক মানচিত্রে পাশ্চাত্য দেশে পরিণত হয়েছে।
|