**চীনের জি ডি পির স্থান কত?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘির সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক
উঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ২০০৪ সালের মানবজাতির উন্নয়ন রিপোর্টে বলা হয়েছে, চীনের মাথাপিছু জি ডি পি ৪৫৮০ মার্কিন ডলার, যা ২০০৩ সালের চেয়ে ১৪ শতাংশ বেড়েছে। ফলে পৃথিবীর ১৭৭টি দেশের "মানবজাতির উন্নয়ন নিদের্শক" তালিকায় চীনের স্থান ১০৪ থেকে ৯৪তমে উন্নীত হয়েছে।
**বাংলাদেশে উত্পন্ন হয় এরকম কী কী শাকসবজী চীনে উত্পাদিত হয়?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নওগাঁ জেলার ফেটগ্রামের সুলতান মাহমুদ সরকার
উঃ আমি হয়তো বাংলাদেশের উত্পন্ন সবগুলো শাকসবজীর নাম বলতে পারি না, তবে কিছু উদাহরণ দিতে পারি, যেটা আমি বাংলাদেশের বাজারে দেখেছি, যা চীনের বাজারেও সহজে পাওয়া যায় , যেমন আলু, টমেটো, শশা, বেগুন, পেঁয়াজ, বাধাঁকপি ইত্যাদি সবই আছে।
**চীনের তৈরী পোষাক সব থেকে বেশি কোন্ দেশে রপ্তানি হয় ?
প্রশ্নকর্তাঃ ভারতের পশ্চিম বঙ্গের বীরভূম জেলার পাইকারের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের দেশমাতৃকা প্রসাদ রায়
উঃ চীন পৃথিবীতে বৃহত্তম তৈরী পোষাক উত্পাদনকারী দেশ। আন্তর্জাতিক বস্ত্র বাণিজ্যে চীনের তৈরি কাপড়-চোপড় দিন দিন আরো গুরুত্বপূর্ণ মর্যাদা দখল করছে।
তবে বর্তমানে বস্ত্রপণ্যের ওপর আরোপিত কোটা হচ্ছে চীনের বস্ত্রপণ্য রপ্তানীর প্রধান বিঘ্ন-সৃষ্টিকারী উপাদান। চীনের বস্ত্রপণ্য প্রধানতঃ জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, তুরস্ক প্রভৃতি দেশে রপ্তানী করা হয়।
**চীনে কি কি খনিজ সম্পদ আছে এবং তা চীনের কোন প্রদেশে বা কোন স্থানে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুরের দাউদপুর আল-আমিন ক্লাবের মোঃ নূরে আলম সিদ্দিকী নূর এবং বগুড়া জেলার শিবগঞ্জের ইন্টারন্যাশনাল রেডিও এ্যান্ড টি ভি ক্লাবের সভাপতি এম তারিকুল ইসলাম
উঃ চীনের খনিজ সম্পদ প্রচুর, প্রতিপাদনযোগ্য খনিজ সম্পদের পরিমাণ পৃথিবীর মোট পরিমাণের ১২ শতাংশ, তা বিশ্বের তৃতীয় স্থানে আছে। এখন পর্যন্ত চীনে মোট ১৭১টি খনিজ সম্পদ খনন করা হয়েছে, এর মধ্যে ১৫৮টি খনিজ সম্পদের মজুদের পরিমাণ জানা গেছে। প্রতিপাদনযোগ্য মজুদের পরিমাণ অনুযায়ী, চীনের ৪৫টি প্রধান খনিজ সম্পদের মধ্যে ১২ রকমের মজুদের পরিমাণ পৃথিবীতে প্রথম স্থানে আছে, যেমন জিপসাম, টাইটেইনিয়াম, গ্র্যাফাইট, টাংস্ট্যান ইত্যাদি।
চীনের কয়লার মজুদের পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি, এর মৌলিক মজুদের পরিমাণ ৩৩১.৭৬ বিলিয়ন টন, প্রধানতঃ উত্তর-পশ্চিম এবং উত্তর চীনে আছে, বিশেষ করে সিনচিয়াং, শানসি, অন্তঃমঙ্গোলিয়ায় সবচেয়ে বেশি। লোহার মৌলিক মজুদের পরিমাণ ২১.৩৬ বিলিয়ন টন, প্রধানতঃ চীনের উত্তর-পূর্ব, উত্তর এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আছে। তা ছাড়া চীনের তেল, প্রাকৃতিক গ্যাস , তেল শেল, ফসফরাস, গন্ধক ইত্যাদি খনিজ সম্পদও প্রচুর । চীনের তেল প্রধানতঃ উত্তর-পশ্চিম, উত্তর-পুর্ব, উত্তর অঞ্চলে এবং পূর্বাঞ্চলের উপকূলবর্তী সমুদ্রে আছে।
|