** চীনের হাইড্রোপাওয়ার স্টেশন কতগুলো?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার গুপ্তাপারার হোসেন আবেদ আলী
উঃ চীনে ৫০ হাজার কিলোওয়াট ঘন্টার উপরে বড় ও মাঝারি আকারের হাইড্রোপাওয়ার স্টেশন আছে ২৩০টির বেশি।
গেচৌবা জলসেচ প্রকল্প হচ্ছে চীনের সবচেয়ে বড় হাইড্রোপাওয়ার স্টেশন। এই প্রকল্প হচ্ছে চীনের ইয়াংসি নদীতে নির্মিত প্রথম বিরাটাকারের একটি হাইড্রোপাওয়ার প্রকল্প। তা হুপেই প্রদেশের ইছাং শহরের ইয়াংসি নদীর তিন গিরিখাতের নানচিকুয়ানে অবস্থিত। বাঁধের দৈর্ঘ্য ২৬০৬.৫ মিটার, উচ্চতা ৪৭ মিটার, বাঁধের ভিতরে ১৫৮ কোটি কিউবিকমিটার পানি ধরে রাখা যায়। এই প্রকল্পের বার্ষিক গড়পড়তা বিদ্যুত্ উত্পাদন পরিমাণ ১৫ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা।
**চীনের জনগণ চীনকে কি বলে ডাকে? চীন , চায়না নাকি অন্য কিছু?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার আর টি রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান জীবন
উঃ আপনারা জানেন, চীন হচ্ছে বাংলা ভাষা। চায়না হচ্ছে ইংরেজী ভাষা। চীনারা নিজের দেশের নাম ডাকলে অবশ্যই চীনা ভাষায় ব্যবহার করবেন। আমরা বলি "চুং কুও"। এর আক্ষরিক অর্থ হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র, মানে চীন।
**প্রতি বছর কতজন চীনা বিদেশ ভ্রমণে যান? এবং তাদের প্রিয় দেশ কোনটি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের সোনামাসনা গ্রামের বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মোহাঃ আব্দুল মান্নান
উঃ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত মোট ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার জন চীনা বিদেশ ভ্রমণে গিয়েছেন। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ৭.৫ শতাংশ বেড়েছে। চীনারা অনেক দেশে ভ্রমণে যান। যেমন থাইল্যান্ড, জাপান, শ্রীলংকা, নেপাল , দক্ষিণ কোরিয়া , ফ্রান্স, ইতালী, বৃটেন, মিশর ইত্যাদি। কোনটা সবচেয়ে পছন্দ , তা বলা মুশকিল।
**চীনে সরকারী চাকুরীর বয়স সীমা কত?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রংপুর জেলার বুড়ির হাট ফার্মের গোয়ালু ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান
উঃ চীনের আইন অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানে পুরুষ কর্মচারীর অবসর বয়স হচ্ছে ৬০ বছর, মহিলা কর্মচারীর অবসর বয়স হচ্ছে ৫০ বছর। নারী ক্যাডারদের অবসর বয়স হচ্ছে ৫৫ বছর। যারা অতি ভারী শ্রম করেন বা শরীরের উপর ক্ষতিকর কাজকর্ম করেন, তাদের অবসরের বয়স আরো পাঁচ বছর কমাবে।
** মাগুরা জেলায় সি আর আই এর কয়টি তালিকাভুক্ত ক্লাব রয়েছে এবং ক্লাবগুলোর নাম কি কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের মাগুরা জেলার শালিখার কুমার কোটা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (মিন্টু)
উঃ আমরা মাগুরা জেলার দুটি ক্লাবকে তালিকাভুক্ত করেছি। তা হচ্ছে শ্রীপুরের সি আর আই গ্লোবাল ফ্যান ক্লাব আর ডি এক্স রেডিও ফ্যান ক্লাব।
** চীনে আবাদি জমির পরিমাণ কত?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার চাঁদনী বাজারের পুরান বগুড়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম
উঃ ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত চীনের আবাদি জমি আছে ১৮৩.৭ কোটি মু অর্থাত্ ৩০.৬ কোটি একর , মাথাপিছু আবাদি জমি ০.২৩৫ একর।
|