**চীনের সবচেয়ে বড় জলবিদ্যুত্ প্রকল্প
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার মাসজিদ পারার শরিফ উদ্দিন দিলু
উঃ ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় জলবিদ্যুত্ প্রকল্প। এই প্রকল্পটি বহু বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।
ইয়াংসি নদীর জলসম্পদ খুবই সমৃদ্ধ , ইয়াংসি নদীর তিনগিরিখাত বহুমুখী প্রকল্প হলো ইয়াংসি নদীর বহুমুখী সংস্কার ও উন্নয়নের মূখ্য প্রকল্প। তিনগিরিখাত প্রকল্পের নির্মাণস্থল হিসেবে ইয়াংসি নদীর মধ্য অববাহিকার হুপেই প্রদেশের ইছাং এলাকার সানতৌফিং নামক জায়গাকে বেছে নেয়া হয়েছে । এখানে ইয়াংসি নদীর উপত্যকা সুপ্রশস্ত, এখানকার গ্রানাইট শিলা প্রস্তর খুবই মজবুত এবং পূর্ণাঙ্গ, এখানে প্রকল্পটি নির্মিত হলে এর উজান দিকের ১০ লক্ষ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সুবিশাল এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে , নদীর এই অংশের মধ্য দিয়ে বছরে গড়পড়তা প্রায় ৫০০ বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয় ।
ইয়াংসির তিন গিরিখাত প্রকল্প নির্মাণের পদ্ধতি হলো : "প্রথম পর্যায়েই এর উন্নয়নের কাজ শেষ করে পূর্ণাঙ্গরুপে একে গড়ে তোলা, ধাপে ধাপে পানি মজুদ রাখা, এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা " । প্রকল্পটির প্রধান বাঁধের উপরিভাগ মোট ৩০৩৫ মিটার দীর্ঘ, তাতে সাধারনত ১৭৫ মিটার উচ্চতা পর্যন্ত পানি মজুদ রাখা যায় এবং বাঁধের মাধ্যমে সৃষ্ট জলাধারে মোট ৩৯৯৩০ কোটি কিউবিক মিটার পানি মজুদ রাখা যায় ।
ইয়াংসির তিনগিরিখাত প্রকল্প নির্মাণ সমাপ্ত হবার পর তা বন্যা প্রতিরোধ, বিদ্যুত্ উত্পাদন, নৌপরিবহণ, মাছ প্রভৃতি জলজাত দ্রব্য চাষ, পর্যটন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংস্কার, উন্নয়নমূলক অভিবাসন, চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো আর জলসেচ ও জল সরবরাহ ইত্যাদি বহুমুখী ভূমিকা পালন করতে পারবে।
** চীনে এক কেজি চাউলের মূল্য কত? ৪টি ডিমের মূল্য কত?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার আসিয়ান হাইওয়ের এম বি জামান সিদ্দিকী
উঃ পেইচিংয়ের সুপার মার্কেটে ভাল মানের চাউলের দাম এক কেজি প্রায় ৪ ইউয়ান অর্থাত্ ৩৬ টাকা । উন্মুক্ত বাজারে চাউলের দাম এর চেয়ে সস্তা হবে। চীনের বাজারে ডিম কেজি হিসাবে বিক্রি করা হয়। এক কেজি প্রায় দশ বারোটি ডিম পাওয়া যায়, এর দাম প্রায় ৫ ইউয়ান অর্থাত্ ৪৫ টাকার মতো।
** চীন বেতারের সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং সবচেয়ে মূল্যবান পুরস্কার কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জের স্বপ্নের সিঁড়ি বেতার সংঘের পরিচালক ডাঃ মোঃ জিল্লুর রহমান
উঃ অতীতে আমাদের দেয়া সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ পুরস্কার ছিল বিনা খরচে চীনে সপ্তাহব্যাপী ভ্রমণ করা। তা ছাড়া পুরস্কার হিসেবে আরো রয়েছে ডিজিটাল ক্যামেরা, ভিসিডি প্লেয়ার, রেডিও , ঘড়ি ইত্যাদি।
** বর্তমান চীন আন্তর্জাতিক বেতারের চারটি আঞ্চলিক ভাষার নাম কি ?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঢাকার উত্তরণ চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসেনার্স ক্লাবের আরিফা আলম দোলন
উঃ সি আর আই এর চারটি আঞ্চলিক ভাষার মধ্যে অন্তর্ভুক্ত আছে কুয়াংচৌ ভাষা, ছাওচৌ ভাষা, মিননান ভাষা আর কেচিয়া ভাষা।
** সি আর আই বাংলা বেতার থেকে কত জন উপস্থাপক উপস্থাপিকা চাকরি থেকে অবসর নিয়েছে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চরপাড়া গ্রামের প্রেমা ইন্টারন্যাশনাল রেডিও লিএনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম জহুরুল ইসলাম জীবন
উঃ এই পর্যন্ত আমাদের বিভাগে মোট আট জন উপস্থাপক উপস্থাপিকা অবসর নিয়েছেন। কিন্তু জনশক্তির অভাবে পাঁচ জন সিনিয়র কর্মী অবসর নেয়ার পরও চুক্তি ভিত্তিতে কাজ করছেন। কেবল থাং সুই, পাই খাই ইউয়ান আর চৌ চিন ছাও এই তিন জন পূর্ণ অবসর নিয়েছেন।
|