v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-02 20:48:40    
চীনের সংবাদ সংস্থা নিউ চায়না নিউজ এজেন্সি

cri

**চীনের সংবাদ সংস্থা নিউ চায়না নিউজ এজেন্সি

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার জয়সিদ্ধি গ্রামের অন্বেষা বেতার শ্রোতা সংঘের সম্পাদক আশরাফুল ইসলাম

    উঃ আপনারা হয়তো জানেন , চীনে দু'টি প্রধান সংবাদ সংস্থা আছে। একটা হচ্ছে সিনহুয়া বার্তা সংস্থা , আরেকটা হচ্ছে চীনা বার্তা সংস্থা। এর আগে আমরা একাধিক বার সিনহুয়া বার্তা সংস্থা সম্পর্কে পরিচয় দিয়েছি। সেই জন্য আজকের সুযোগে চীনা বার্তা সংস্থার কিছু তথ্য দেবো।

    ১৯৫২ সালের ১৪ সেপ্টেম্বর চীনা বার্তা সংস্থা পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। পঞ্চাশাধিক বছরের নির্মাণ ও উন্নয়নের পর বর্তমান চীনা বার্তা সংস্থা লক্ষণীয়ভাবে রূপান্তরিত হয়ে কলেবর বৃদ্ধি করেছে। তার সদর দপ্তর পেইচিংয়ে আছে। তা ছাড়া চীনের ২৩টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগর ও হংকং, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ক্যানাডা, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশেও এর শাখা অফিস আছে।

** চীনে কি কাঁঠাল এবং আনারস পাওয়া যায়?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের সিলেট জেলার যুধিষ্ঠিরপুর গ্রামের আল যাযিরা রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ আলী

    উঃ কাঁঠাল আর আনারস দুটো ফলই চীনে পাওয়া যায়। কেবল এই দুটি ফল কেন, চীন এক বিশাল দেশ বলে এখানে নানা ধরনের ফল পাওয়া যায়। বলা যায়, বাংলাদেশের বাজারে যে ফলগুলো পাওয়া যায়, চীনের কোন না কোন জায়গায় তা উত্পন্ন হয় এবং পেইচিংয়ের বড় মার্কেটে সব পাওয়া যায়।

**চীনের একদেশ দুই নীতি এই পদ্ধতি কোন বাস্তবতার আলোকে গৃহীত এবং কেন?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পঞ্চগড় জেলার বানিয়া পাড়া গ্রামের মোঃ মোতাহার হোসেইন

    উঃ এক দেশ দুই সমাজ ব্যবস্থা হচ্ছে চীনের পুনরেকীকরণের লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনের প্রয়াত নেতা তেং সিয়াও পিংয়ের সৃস্ট নীতি এবং তাইওয়ান সমস্যায় চীনের মূল নীতি। এক দেশ দুই সমাজ ব্যবস্থার মূল অর্থ হচ্ছে চীন গণ প্রজাতন্ত্র হচ্ছে চীনের একমাত্র বৈধ সরকার । চীনের অধিকাংশ অঞ্চলে সমাজতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করে। কিন্তু চীনের হংকং, ম্যাকাও আর পুনরেকীকরণের পর তাইওয়ানে পুঁজিবাদী ব্যবস্থা চালু হয়।

**সি আর আই প্রতিষ্ঠার সময় হতে আজ পর্যন্ত কত জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের সোহেল রানা

    উঃ সি আর আই ১৯৪১ সালে ইয়েন আনে প্রতিষ্ঠিত হয়। তখনকার নাম ইয়েন আন সিনহুয়া বেতার। ১৯৭৩ সাল থেকে সি আর আই চীনের জাতীয় পর্যায় বৈদেশিক বেতার হিসেবে রূপান্তরিত হয়। তখন থেকে এই পর্যন্ত এই বেতারে মোট ৬ জন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। তাঁদের নাম যথাক্রমে জিন চাও, ডিং ই লান, ছুন ইয়ু লিং, চাং চেন হুয়া, লি ডান এবং ওয়াং গেন নিয়েন। বর্তমান মহাপরিচালক ওয়েং গেন নিয়েন ২০০৪ সালের ডিসেম্বর মাসে এই পদে নিয়োগ লাভ করেন।

**সি আর আই বাংলা বিভাগে এ পর্যন্ত কত জন পরিচালক হিসেবে কাজ করেন? তাঁরা কারা?

    প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নরসিংদী জেলার বানিয়াছল বেতার বন্ধু সংসদের সভাপতি মোঃ হোসাইন মুসা

    উঃ ১৯৬৮ সালের আগস্ট মাস থেকে সি আর আই এর বাংলা বিভাগ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক কাজ শুরু হয়। তখনকার বাংলা বিভাগের প্রধান ছিলেন হিন্দি বিভাগের পরিচালক লি লি জুন। এর পর মোট ছয় জন পরিচালক এই কাজের দায়িত্ব বহন করেছেন। তাঁদের নাম যথাক্রমে ফেন ফু কুয়াং, জিন হুই, লি ইউয়েন শান, শি চিং উ, চুং শাও লি আর আমি ইউ কুয়াং ইয়ু।