v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-26 14:19:04    
চীনে বর্তমান পুলিশ প্রধানের নাম কি?(ছবি)

cri

**চীনে বর্তমান পুলিশ প্রধানের নাম কি?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার দুপচাঁচিয়ার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মোঃ ওমর ফারুক

 উঃ চীনে বর্তমান পুলিশ প্রধান অর্থাত্ গণ নিরাপত্তা মন্ত্রী হচ্ছেন চৌ ইয়োকাং। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সচিবালয়ের সম্পাদক। ১৯৪২ সালের ডিসেম্বরে তিনি চিয়াংসু প্রদেশের উসি শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালের সেপ্টেম্বরে চাকরি শুরু করেন। ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি চীনের রাষ্ট্রীয় ভূ-সম্পদ মন্ত্রী ছিলেন। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি সিছুয়ান প্রদেশের পার্টি সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৩ সালের মার্চ মাস থেকে তিনি রাষ্ট্রীয় কাউন্সিলার এবং গণ নিরাপত্তা মন্ত্রী হন।

**সি আর আই এর বিভিন্ন ভাষার ওয়েবসাইটের সংখ্যা কতটি?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় গ্রামের লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি বি এম ফয়সাল আহমেদ প্রশ্ন করেছেন,

 উঃ চীন আন্তর্জাতিক বেতারের ওয়েবসাইটের নাম সি আর আই অনলাইন। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই ওয়েবসাইটে প্রধানতঃ সংবাদ এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক তথ্যগুলো দেয়া হয়। বর্তমানে আমাদের বেতারে চীনা ভাষা, ইংরেজী, স্প্যানিশ, জার্মান, ফরাসী, রুশ, কোরিয়, আরবী , বাংলা , হিন্দি, ইতালীয় প্রভৃতি মোট ৪৪টি ভাষার ওয়েবসাইট চালু আছে। এই ওয়েবসাইটের তথ্য সংগ্রহের ভিত্তি হচ্ছে সি আর আইয়ের বেতার সম্পদ এবং বিদেশে বেতারের ২৭টি শাখা অফিস এবং চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল আর ৩১টি প্রদেশের প্রতিনিধি কেন্দ্র।

**চীনে বর্তমানে জাতীয় দৈনিক পত্রিকা কতটি এবং সবচেয়ে জনপ্রিয় দৈনিকের নাম কি? বাংলাদেশী মুদ্রায় দাম কত ?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর আশরাফুল আলম, নড়াইল জেলার শরিফপুরের পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের এম এম আনিসুর রহমান, মাগুরা জেলার শ্রীপুরের দারিয়াপুর হাসপাতাল রোডের মসিউল আজম লিখন, চুয়াডাঙ্গা জেলার উথলী বাজারের প্রগতি ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের ডাইরেক্টর জোয়াদ কামাল, পাবনা জেলার বেরুয়ানের রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, গাজীপুর জেলার শ্রীপুরের রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ শহীদুল কায়সার লিমন, নাটোর জেলার আলাদী গ্রামের উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মোঃ মশিউর রহমান

 উঃ বিশ্ব পত্রিকা সমিতির পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ সালে চীনে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। চীন জাপানকে ছাড়িয়ে বিশ্বে সর্বাধিক সংখ্যক দৈনিক পত্রিকা বিশিষ্ট দেশে পরিণত হয়েছে।

 বিশ্ব পত্রিকা সমিতির ২০০৫ সালে প্রকাশিত বিশ্লেষণ রিপোর্টে বলা হয়েছে, ২০০৪ সালে দৈনিক পত্রিকার বিক্রির পরিমাণের দিক থেকে বিশ্বের পাঁচটি বিরাট পত্রিকা বাজার হচ্ছে যথাক্রমে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র আর জার্মানী।

 চীনে নয় হাজারাধিক রকম পত্রিকা এবং ম্যাগাজিন প্রকাশিত হয়, এর মধ্য দৈনিক পত্রিকা আছে ৪৯১টি। সর্বাধিক প্রচারিত তিনটি দৈনিক পত্রিকা হচ্ছে "রেফারেন্স নিউজ", "পিপলস ডেইলি", "ইয়াংশি সান্ধ্য পত্রিকা"।