|
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আত্মকর্মসংস্থানে আর্থিক সাহায্য দেয়ার জন্য পরবর্তী পাঁচ বছরে চীনের কমিউনিস্ট যুব লীগ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগে কয়েকটি তত্পরতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আত্মকর্মসংস্থানের জন্য একটি সার্বিক পরিসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্প্রতি "চীনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আত্মকর্মসংস্থানে সাহায্য দেয়ার প্রকল্প সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ে চীনের পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে। চীনের কমিউনিস্ট যুব লীগের কেন্দ্রীয় কমিটির স্ট্যান্ডিং সম্পাদক ইয়াং ইয়ু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, চীনের কমিউনিস্ট যুব লীগ এবং জাতীয় ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আত্মকর্মসংস্থানে সাফল্য অর্জনের জন্য সার্বিক পরিসেবা যুগিয়ে দেয়ার পাঁচটি ব্যবস্থা নেবে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনে আত্মকর্মসংস্থানে সাফল্য অর্জন করার জন্য সাহায্য দেয়ার প্রকল্প১৫ জুলাই সিআন,হাংচৌ,উহান, শেনচেন ইত্যাদি শহরে ধাপে ধাপে চালু হবে।
|