২৩ জুন পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমসের উদ্বোধন হতে আরো ৭৭৭ দিন বাকি। এই দিনে চতুর্থ পেইচিং ২০০৮ অলিম্পিক সংস্কৃতি উত্সব পেইচিংয়ের পাদালিংয়ের মহা প্রাচীরের নিচে উদ্বোধন হয়েছে।
পরবর্তী এক মাসে অলিম্পিক গেমস প্রসঙ্গে ২৮টি বিরাকাটারের তত্পরতা পর্যায়ক্রমে শুরু হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে জনসাধারণের খেলাধুলা, অলিম্পিক সাংস্কৃতিক মহাচত্বর, নাটক, চলচ্চিত্র, ফোরাম , প্রদর্শনী, জ্ঞানযাচাই প্রতিযোগিতা, প্রতিবন্ধীদের শিল্পকলা, কিশোর-কিশোরী এবং শিশুদের নানা তত্পরতা ইত্যাদি।
|