আফ্রিকার ৪০টিরও বেশি দেশের শরণার্থী বিষয়ক মন্ত্রীরা ১ জুন বুর্কিনাফাসোর রাজধানী ওয়াগাদৌগৌতে এক সম্মেলন শুরু করেছেন। সম্মেলনে আফ্রিকার শরণার্থীদের রক্ষা করা, প্রত্যর্পণ করা এবং সাহায্য করা ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে।
জানা গেছে, আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এবারকার দু'দিনব্যাপী সম্মেলনে শরণার্থীদের রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে বাহিনীতে শরণার্থীদের বাধ্যতামূলক ভর্তি এড়ানো যায়।
আফ্রিকান ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, বর্তমানে আফ্রিকায় ১.৮ কোটি শরণার্থী রয়েছে। তাদের মধ্যে সুদানের দার্ফুর সংঘর্ষের সৃষ্ট শরণার্থীদের সংখ্যা ৪০ লক্ষ।
|