v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-06 08:53:18    
লৌহ উত্পাদনে চীন বিশ্বের কততম দেশ? চীনের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

cri
    লৌহ উত্পাদনে চীন বিশ্বের কততম দেশ? চীনের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক

    উঃ ২০০৫ সালের ১১ এপ্রিল চীনের লৌহ শিল্প সমিতির ভাইস মহাসচিব ছি সিয়াং তোং তৃতীয় দূর প্রাচ্য লৌহ সম্মেলনে বলেছেন, ২০০৫ সালে চীনের লৌহ উত্পাদন পরিমাণ ৩০ কোটি টন পৌঁছবে। গত ৪ বছরে চীনের লৌহ শিল্পে একটানা উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। তাছাড়া একটানা ৯ বছর চীনের লৌহ উত্পাদন পরিমাণ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। তিনি বলেছেন, এটা হচ্ছে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন, বহুমুখী রাষ্ট্রীয় শক্তির বিরাট উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতীক।

    চীনের গড়পড়তা বার্ষিক বৃষ্টিপাত ৬৩০ মিলিমিটার আর বিশ্বের গড়পড়তা বার্ষিক বৃষ্টিপাত ৭৩০ মিলিমিটার।

    চীনের মূলভূভাগে বার্ষিক সবচেয়ে বেশী বৃষ্টিপাতের জায়গা হচ্ছে তিব্বতের ইয়ালু ছাংপো নদীর নিম্ন অববাহিকার বাসিখা। সেখানকার গড়পড়তা বার্ষিক বৃষ্টিপাত প্রায় ৪৪৯৫ মিলিমিটার। তাইওয়ানের কিলোংয়ের দক্ষিণাংশের হুওসাওলিয়াওয়ের বার্ষিক বৃষ্টিপাত ৬৫৫৭.৮ মিলিমিটার। এমনকি ১৯১২ সালে ৮৪০৯.০ মিলিমিটারে পৌঁছে। তা হচ্ছে চীনের বার্ষিক সবচেয়ে বেশী বৃষ্টিপাতের জায়গা। চীনের বার্ষিক সবচেয়ে কম বৃষ্টিপাতের জাগয়া হচ্ছে সিনচিয়াংয়ের থুলুফান বেসিনের তুকসন। সেখানকার গড়পড়তা বার্ষিক বৃষ্টিপাত মাত্র ৬.৯ মিলিমিটার।

    চীনে মোট কতটি নদী আছে? সব চাইতে বড় নদী কোনটি?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ডি এক্স রেডিও কর্নারের মোঃ নবীসউদ্দিন রনী

    উঃ চীন একটি নদী বহুল দেশ । চীনের যেসব নদীর ড্রেনেজ-আয়তন ১০০০ বর্গকিলোমিটারের বেশী তার সংখ্যা ১৫০০টিরও বেশি । চীনে অভ্যন্তরের নদী আর বহির্গমন নদী এই দু রকম নদীতে বিভক্ত । সমুদ্রে প্রবাহিত হওয়া বহির্গমন নদীগুলোর ড্রেনেজ আয়তন চীনের স্থলভাগের মোট আয়তনের ৬৪শতাংশ।

    ইয়ালুচাংবু নদী ৫০৪.৬ কিলোমিটার দীর্ঘ আর ৬০০৯ মিটার গভীরতার বিশ্বের বৃহত্তম গিরিখাত—ইয়ালুচাংবু নদী গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ।

    ছাংচিয়াং নদী চীনের দীর্ঘতম নদী , এর মোট দৈর্ঘ্য ৬৩০০ কিলোমিটার । আফ্রিকার নীল নদ আর দক্ষিণ আমেরিকার আমাজান নদীর পর ছাংচিয়াং নদী বিশ্বে তৃতীয় দীর্ঘতম নদী। উঁচু পাহাড় আর গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত ছাংচিয়াং নদীর অববাহিকা পানি শক্তিসম্পদে সমৃদ্ধ ।এর মধ্য আর নিম্ন অববাহিকার আবহাওয়া উষ্ণ ও আদ্র , সেখানে প্রচুর বৃষ্টি হয় , মাটি উর্বর বলে অঞ্চলটি চীনের একটি কৃষি- শিল্প সমৃদ্ধ অঞ্চল ।

    চীনাদের গড় মাথাপিছু আয় কত?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের চাঁদপুর জেলার মোঃ নাসির খান

    উঃ জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও মর্গান মর্গান স্ট্যানির যৌথভাবে প্রকাশিত একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে চীনের বার্ষিক মাথা পিছু আয় ১০৯০ মার্কিন ডলার।