প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার খড়িখালীর হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল
উঃ চীনের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলেথাকেন। চীনের ৯০ কোটি কৃষক মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।
চীনের ওয়াং মাটস কোম্পানী কত সালে প্রতিষ্ঠিত হয়?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার পাড়কোদালিয়া গ্রামের রেডিও ফাইর লিসনার্স ক্লাবের মোঃ মাসুদ রানা
উঃ চীনের ওয়াং মাটস কোম্পানী ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর কোম্পানীর প্রেসিডেন্ট ওয়াং ইয়ো মিন ১৯৭৮ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাঁচ বছর গবেষণা করার পর এক মিনিটে ১০০টি চীনা অক্ষর টাইপ করার পদ্ধতি আবিষ্কার করেছেন এবং চীন , যুক্তরাষ্ট্র ও বৃটেন এই তিনটি দেশে পেটেন্ট পেয়েছেন। ওয়াং মাটস কোম্পানী প্রতিষ্ঠার পর তিনি দশ বছর সময় দিয়ে এই টাইপিং ব্যবস্থা জনপ্রিয় করে তাকে উত্পাদন শক্তিতে রূপান্তর করেছেন।
চীনের বনাঞ্চলে বাঘ আছে কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সুলতানশাহীর লিপন স্মৃতি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি বি এম ফয়সাল আহমেদ
উঃ চীনে 'উত্তর-পূর্ব বাঘ' এবং 'দক্ষিণ চীন বাঘ' আছে। উত্তর-পূর্ব বাঘ হচ্ছে বর্তমানে অস্তিত্বশীলসবচেয়ে বড় বিড়ালজাতীয় প্রাণী। এখন বন্য উত্তর-পূর্ব বাঘের সংখ্যা মাত্র চার শতাধিক , অধিকাংশ রাশিয়ায় ছড়িয়ে আছে, চীনে মাত্র বিশটির মতোআছে।
দক্ষিণ চীন বাঘ হচ্ছে চীনের বৈশিষ্ট্যসম্পন্নবাঘ, কেবল চীনের মধ্য-দক্ষিণাঞ্চলে বসবাস করে, এটা হচ্ছে সবচেয়ে ছোট আকারের বাঘের অন্যতম। এখন বন্য দক্ষিণ চীন বাঘের সংখ্যা মাত্র ত্রিশের মতো। চীনের চিড়িয়াখানায় ৫০টি এই জাতীয় বাঘ আছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়ন দক্ষিন চীন বাঘকে দশটি অতি বিলুপ্তপ্রায় জন্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
চীন কতসালে অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার বুড়িগঞ্জের গ্লোবাল রেডিও ফ্যান ক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান
উঃ ১৯২৪ সালে চীনের জাতীয় ক্রীড়া ত্বরান্বিত সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৩১ সালে আন্তর্জাতিক অলিম্পিক সমিতি চীনকে আনুষ্ঠানিকভাবে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে। নয়া চীন প্রতিষ্ঠার পর চীনের জাতীয় ক্রীড়া ত্বরান্বিত সমিতি নিখিল চীন ক্রীড়া সমিতিতে পরিবর্তিত হয়। ১৯৫৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিখিল চীন ক্রীড়া সমিতির বৈধ মর্যাদা স্বীকার করে। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থায় কেউ কেউ "দুটি চীন" সৃষ্টি করার অপচেষ্টা করার দরুণ ১৯৫৮ সালে চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ত্যাগ করার ঘোষণা করে। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চীনের বৈধ মর্যাদা পুনরুদ্ধার করে, চীনের অলিম্পিক কমিটি হচ্ছে জাতীয় ক্রিড়া সংস্থা, তাইওয়ানের ক্রীড়া সংস্থাকে কেবল চীনের একটি আঞ্চলিক ক্রীড়া সংস্থা হিসাবে স্বীকার করে।
|