***গণ কংগ্রেসের সদস্য সংখ্যা কত? গণ কংগ্রেসের মেয়াদ কত?***
প্রশ্নকর্তাঃবাংলাদেশের হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের কাজী মোঃ বোরহান উদ্দিন
উঃ জাতীয় গণ কংগ্রেসের কার্যমেয়াদ পাঁচ বছর , প্রতি বছর জাতীয় গণ কংগ্রেসের একটি পুর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয় । জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন বন্ধথাকাকালে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি দেশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে । জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান , মহাসচিব ও সদস্য নিয়ে গঠিত ।
২০০৫ সালের ২৯ ডিসেম্বর, জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে যে, দশম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধির সংখ্যা ২৯৮০।
***কত সালে চীনের প্রথম টেলিভিশন স্টেশন চালু হয়?***
প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ, এইচ, এম গোলাম রসুল
উঃ চীনের কেন্দ্রীয় টেলিভিশন অর্থাত্ সি সি টি ভি হচ্ছে চীনদেশের রাষ্ট্রীয় টি ভি কেন্দ্র। আগে সি সি টি ভি ছিল পেইচিং টি ভি কেন্দ্র। ১৯৫৮ সালের ১ মে থেকে পরীক্ষামূলকভাবে প্রচারিত হয়। একই বছরের ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রচারিত হয়। ১৯৭৮ সালের ১ মে থেকে সি সি টি ভি নামে পরিবর্তিত হয়। ১৯৭৩ সাল থেকে সি সি টি ভি রঙিন অনুষ্ঠান প্রচার শুরু করে।
সি সি টি ভি মোট ১৩টি চ্যানেল আছে। এই ১৩ টি চ্যানেল হচ্ছেঃ তথ্য চ্যানেল, অর্থনীতি চ্যানেল, বহুমুখী চ্যানেল, ক্রীড়া চ্যানেল, ছায়াছবি চ্যানেল, কৃষি ও সামরিক চ্যানেল, নাটক চ্যানেল, ইংরেজী চ্যানেল, বিজ্ঞান ও প্রযুক্তি চ্যানেল, শিশু চ্যানেল ইত্যাদি। সি সি টি ভি'র স্থায়ী অনুষ্ঠান ৩০০'র বেশি। প্রতিদিন দু'শতাধিক ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হয়। এর মধ্যে নিজে তৈরী অনুষ্ঠানের পরিমাণ মোট অনুষ্ঠানের ৬৬.৪ শতাংশ।
চীনের ৯০.৩ এলাকা সিসিটিভির আওতায় রয়েছে।
***চীনের বৃহত্তম রাজনৈতিক দল চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে?***
প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক
উঃ ১৯২১ সালের জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় । ১৯২১ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগন কঠোর সংগ্রাম চালিয়ে সাম্রাজ্যবাদ , সামন্তবাদ আর আমলাতান্ত্রিক পুঁজিবাদের শাসন উচ্ছেদ করে গণ প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত করে ।
চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা সাত কোটি , বর্তমানে সাধারণ সম্পাদক হলেন হু চিন থাও ।
চীনের কমিউনিস্ট পার্টি চীনের শ্রমিক শ্রেণীর অগ্রনী বাহিনী , চীনা জনগণ ও চীনা জাতির অগ্রনী বাহিনী । চীনের কমিউনিস্ট পার্টি চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্রতের প্রধান নেতৃস্থানীয় শক্তি , চীনের অগ্রনী উত্পাদন শক্তি , চীনের উন্নত সংস্কৃতির অগ্রগতির দিকস্থিতি আর চীনের ব্যাপক জনসাধারনের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে ।
***হংকং কত তারিখে চীনের কাছে হস্তান্তরিত হয়েছে? ***
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রিজু
উঃ ১৯৯৭ সালের ১ জুলাই চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা হংকংয়ে উত্তোলন করা হয়। শতাধিক বছরের ঝড়ঝজ্ঞা পার হওয়ার পর হংকং মাতৃভূমির কোলে ফিরে আসে। সে দিন থেকে হংকংয়ের ওপর চীনের সার্বভৌমত্ব পূণঃপ্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ সালের ৩০ জুন মধ্যরাত থেকে ১ জুলাই ভোর পর্যন্ত, হংকং সম্মেলন প্রদর্শনী কেন্দ্রে আলো প্রজ্বলিত ছিলো। সারা বিশ্বের দৃষ্টি আকষর্ণী চীন ও ব্রিটেন সরকারের হংকংয়ের রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর অনুষ্ঠান এখানকার পাঁচ তলা হলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
|