চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের চট্টগ্রামের নেট ওয়ার্ক রেডিও এন্ড টি. ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ
উঃ চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে চুমুলাংমা। চুমুলাংমা শৃঙ্গ অর্থাত্ এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতের প্রধান শৃঙ্গ। এটা সমুদ্র সমতল থেকে ৮৮৪৮.১৩ মিটার উঁচু এবং বিশ্বের উচ্চতম শৃঙ্গ। হিমালয় চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ও পাকিস্তান, ভারত, নেপাল, সিকিম এবং ভুটানে ছড়িয়ে আছে। পূর্ব থেকে পশ্চিম দিকের দৈর্ঘ্য প্রায় ২৪৫০ কিলোমিটার এবং দক্ষিণ থেকে উত্তর দিকের প্রস্থ ২০০-৩৫০ কিলোমিটার। হিমালয় হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত।
চীনের প্রথম নারী কবির নাম কি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের চট্টগ্রামের নেট ওয়ার্ক রেডিও এন্ড টি. ভি ফ্যান ক্লাবের চেয়ারম্যান মছরুর জুনাইদ
উঃ চীনের প্রথম নারী কবির নামঃ ছায় ওয়েন চি। তিনি ছিলেন হোনান প্রদেশের ছি জেলার লোক। তিনি চীনের হান রাজবংশের লোক।
চীনা নারী পেং পেইয়ুন কে?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের পাবনা জেলার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম
উঃ পেংপেইয়ুন ১৯২৯ সালের ডিসেম্বরে জন্ম গ্রহণ করেন। হুনান প্রদেশের লিউইয়াং জেলার লোক। তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। ১৯৪৬ সালের মে মাসে তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে অন্তর্ভুক্ত হন।
১৯৪৫ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি দক্ষিণ পশ্চিম যৌথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগে লেখাপড়া করেন এবং গণতান্ত্রিক তরুণ মিত্রে অংশ নেন। পরে নানচিংয়ের চিনলিং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা বিভাগে লেখাপড়া করেন। ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০৩ সালের আগস্ট পর্যন্ত তিনি জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালের অক্টোবর তিনি চীনের রেড-ক্রস সোসাইটির পরিচালক হন। তিনি হচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির ১৪তম ও ১৫তম কেন্দ্রীয় কমিটির সদস্য।
রাষ্ট্রীয় কাউন্সিলার, রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু কার্য কমিটির পরিচালক থাকা কালীন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও শিশু ব্রত ত্বরান্বিত করার জন্য তিনি বিপুল পরিমাণ ফলপ্রসূ কাজ করেছেন বলে ১৯৯৯ সালের জানুয়ারী মাসে তিনি অষ্টম চু ফু থাং পুরস্কার পান।
চীনের জাতীয় খেলা কি? চীনের উল্লেখযোগ্য খেলার নাম কি কি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এম, এ, আমিন গোলাপ
উঃ টেবিল টেনিস হচ্ছে ইউরোপীয়দের আবিষ্কৃত খেলা। এই খেলা বিংশ শতাব্দীর প্রথম দিকে মাত্র চীনে চালু হয়, কিন্তু প্রায় একশ' বছরের কম সময়ে টেবিল টেনিস চীনের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। তাছাড়া চীনারা চল্লিশাধিক বছর ধরে খেলার জগতে সমুজ্জ্বল শোভা সৃষ্টি করেছেন। সুতরাং টেবিল টেনিস চীনের জাতীয় খেলা বলা যায়।
তাছাড়া, চীনে তুলনামূলকভাবে জনপ্রিয় খেলা আরো আছে: ফুটবল, বাস্কেট বল, সাইক্লিং, ভলিবল, মাজং(চীনা পৌরক্রীড়াবিশেষ ১৪৪টি ঘুঁটি নিয়ে চারজনে এটি খেলে), পর্বতারোহণ, সাঁতার, ব্যাডমিন্টন, টাইকোন্ডো, গলফ, কুংফু ইত্যাদি।
|