সার্সের পর চীনের রাষ্ট্রীয় পরিষদ আকস্কিক গণ-ঘটনার মোকাবেলা ব্যবস্থা স্থাপনের প্রস্তাব দিয়েছে ।
২০০৩ সালের জুলাই মাসে , প্রেসিডেন্ট হু চিন থাও দেশের সার্স প্রতিরোধ কর্ম অধিবেশনে বলেছেন , চীনের আকস্কিক ঘটনা মোকাবেলার ব্যবস্থা সম্পন্ন হয় নি , সংকট সমাধান ও পরিচালনার সামর্থ্য দুর্বল । কিছু অঞ্চল ও বিভাগের আকস্কিক ঘটনা মোকাবেলার প্রস্তুত ও সামর্থ্য নেই । আমাদের উচিত এসব সমস্যার ওপর অত্যন্ত মনোযোগ দেয়া এবং কার্যকর ব্যবস্থা নিয়ে তা সমাধান করা ।
একইবছরের অক্টোবর মাসে , চীনের কমিউনিস্ট পার্টির ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাংগ অধিবেশনে বলা হয়েছে , গণ-স্বাস্থ্য পরিসেবার মান ও আকস্কিক গণ-স্বাস্থ্য ঘটনার মোকাবেলার সামর্থ্য উন্নত করতে হবে ।
২০০৪ সালের সেপ্টেম্বর মাসে , চীনের কমিউনিস্ট পার্টির ষষ্ঠদশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাংগ অধিবেশনে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে , সমাজের পূর্বাভাস দানের ব্যবস্থা স্থাপন করতে হবে , গণ-নিরাপত্তা সুনিশ্চিত ও আকস্কিক ঘটনা মোকাবেলার সামর্থ্য বাড়াতে হবে ।
এই সব প্রস্তাব অনুযায়ী দেশের আকস্কিক গণ-ঘটনা মোকাবেলা ব্যবস্থা স্থাপনের কাজ শুরু হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদ ২০০৪ সালের কাজ নির্ধারণ করার সময় আকস্কিক গণ-ঘটনা মোকাবেলার ব্যবস্থার স্থাপন এবং গণ-সংকট মোকাবেলায় সরকারের সামর্থ্য বাড়ানোকে একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে ধার্য করেছে ।
২০০৩ সালের ৭ মে , রাষ্ট্রীয় পরিষদের সপ্তম নির্বাহী অধিবেশনে "আকস্কিক গণ-স্বাস্থ্য ঘটনা মোকাবেলা দলিল" যাচাই এবং গ্রহণ করা হয়েছে ।
একই বছরের ডিসেম্বর মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় আকস্কিক পরিস্থিতি মোকাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত কর্মগ্রুপ গঠন করেছে ।
২০০৫ সালের ২৬ জানুয়ারী , রাষ্ট্রীয় পরিষদের ৭৯তম নির্বাহী আধিবেশনে "দেশের আকস্কিক গণ-ঘটনা মোকাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব" গৃহিত হয় ।
২০০৫ সালের এপ্রিল মাসে , রাষ্ট্রীয় পরিষদ "দেশের আকস্কিক গণ-ঘটনা মোকাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব" বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় ।
একইবছরের মে ও জুন মাসে , রাষ্ট্রীয় পরিষদ চার রকমের ২৫টি বিশেষ আকস্কিক পরিস্থিতি মোকাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব প্রকাশ করে , ৮০টি বিভাগ ও প্রদেশ পর্যায়ের প্রস্তাবও যথাক্রমে প্রকাশিত হয় ।
২০০৫ সালের জুলাই মাসে , রাষ্ট্রীয় পরিষদ দেশের আকস্কিক পরিস্থিতি মোকাবেলার কর্ম অধিবেশন আয়োজন করে । সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন , দেশের আকস্কিক পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা ও কাজ জোরদার করতে হয় ।
২০০৬ সালের ৬ জানুয়ারী , চীনের সিনহুয়া সংবাদ সংস্থা রাষ্ট্রীয় পরিষদের অনুমোদিতে "দেশের প্রাকৃতিক দুর্যোগ মোবাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব" প্রকাশ করে ।
২০০৬ সালের ৮ জানুয়ারী , রাষ্ট্রীয় পরিষদের নির্দেশে সিনহুয়া সংবাদ সংস্থা "দেশের আকস্কিক গণ-ঘটনা মোকাবেলার পূর্বপরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব" প্রকাশ করে ।
এপর্যন্ত চীনের আকস্কিক পরিস্থিতি মোকাবেলার কাঠামোমূলক ব্যবস্থা প্রাথমিকভাবে স্থাপিত হয় ।
|