চীনের প্রথম গ্যাস ফিল্ডকি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের চট্টগ্রামের নেটওয়ার্ক রেডিও এন্ড টি. ভি ফ্যান ক্লাবের মছরুর জুনাইদ
উঃ ১৯৫৫ সালের ২৯ অক্টোবর, কলামাই হেইইয়োসান ১ নম্বর তেলকুপে তেল পাওয়া যায়। এটা হচ্ছে নয়াচীনের প্রথম বড় তেলক্ষেত্র_কলামায় তেলক্ষেত্র আবিষ্কারের প্রতীক।
২০০৫ সাল হচ্ছে কলামায় তেলকুপ অনুসন্ধান ও উন্নয়নের ৫০তম বার্ষিকী। অর্ধেক শতাব্দী ধরে কলামায়ের তিন বংশ তেলশ্রমিকরা কঠোর প্রয়াস চালিয়ে, সমুজ্জ্বল ফলাফল সৃষ্টি করেছেন। পানি নেই, ঘাস নেই, পাখিও আসে না, এমন একটি এলাকায় বিশ্ব বিখ্যাত এক আধুনিক শহর প্রতিষ্ঠিত হয়েছে। সংস্কার আর মুক্তদ্বার নীতি চালু হওয়ার পর, তেল ও গ্যাসের উত্পাদন পরিমাণ একটানা ২৪ বছর স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখছে। ২০০২ সালে অশোধিত তেলের উত্পাদন পরিমাণ এক কোটি টন ছাড়িয়ে, চীনের পশ্চিমাঞ্চলের প্রথম এক কোটি টন ক্ষমতাসম্পন্ন তেলকুপে পরিণত হয়েছে।
চীনের সর্বমোট বিমান কোম্পানির সংখ্যা কত?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জের বেতার বন্ধু শ্রোতা সংঘের মোঃ জুয়েল আহম্মেদ মল্লিক
উঃ চীনে মোট প্রায় ২২টি বিমান কোম্পানি আছে। প্রধান প্রধান বিমান কোম্পানির নাম হচ্ছেঃ
চীনের আন্তর্জাতিক বিমান কোম্পানি
চীনের দক্ষিণ বিমান কোম্পানি
চীনের প্রাচ্য বিমান কোম্পানি
চীনের হাইনান বিমান কোম্পানি
চীনের উত্তর বিমান কোম্পানি
চীনের সিয়ামেন বিমান কোম্পানি
চীনের উত্তম-পশ্চিম বিমান কোম্পানি
চীনের ইউননান বিমান কোম্পানি ইত্যাদি
এই সুযোগে আমি সংক্ষেপ চীনের আন্তর্জাতিক বিমান কোম্পানিপরিচয় দেবো।
চীনের আন্তর্জাতিক বিমান কোম্পানি হচ্ছে চীনের বৃহত্তম বিমান পরিবহন প্রতিষ্ঠান এবং একমাত্র চীনের জাতীয় পতাকা বাহী বিমান কোম্পানি। এই কোম্পানি চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্র নেতাদের বিশেষ বিমানের দায়িত্ব পালন করে। ২০০২ সালের ২৮ অক্টোবর, চীনের আন্তর্জাতিক বিমান কোম্পানির ভিত্তিতে চীনের জেনারেল বিমান কোম্পানি আর চীনের দক্ষিণ-পশ্চিম বিমান কোম্পানির মিলে আনুষ্ঠানিকভাবে চীনের বিমান গ্রুপ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। চীনের নতুন আন্তর্জাতিক বিমান কোম্পানির মোট সম্প্রত্তি ৫১.৪৭ বিলিয়ন ইউয়ান, এর অধীনে দক্ষিণ-পশ্চিম, জেচিয়াং, ছোংছিং কোম্পানি, থিয়েনচিন, অন্তর্মঙ্গোলিয়া শাখা কোম্পানি আর দেশে বিদেশে ৭৭টি শহরে কার্যালয় আছে। চীনের নতুন আন্তর্জাতিক বিমান কোম্পানি চীনের বেসামরিক বিমান মহলেও বহুমুখী সামর্থ্যে শীর্ষে আছে।
চীনে কোন ধরনের যানবাহন বেশী দেখা যায়?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ এম তারেক
উঃ চীনে সাইকেল সব সময় দেখা যায়। তা ছাড়া শহরাঞ্চলে মোটরগাড়িও খুব সাধারণ যানবাহন।
চীনে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত? তারা মোট জনসংখ্যার কত ভাগ?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের কাজিপুরের মোঃ সাহিদুল কায়সার্ লিমন
উঃ ২০০৫ সালের মে পর্যন্ত, চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দশ কোটিরও বেশী। এর মধ্যে ব্রডবেন্ড ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটিরও বেশী। মানুষের জীবনে ইন্টারনেটের প্রভাব দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে, চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও নিরন্তর বৃদ্ধি পেয়েছে।
|