প্রশ্নকর্তাঃবাংলাদেশের নাটোর জেলার উত্তরণ চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের মিলন
উঃ পেইচিংয়ে অনেক বিখ্যাত পার্ক আছে। যেমন: গ্রীষ্ম প্রাসাদ, ছাওইয়াং পার্ক, সিয়াংশান পার্ক, পেইহাই পার্ক, চীনের জাতীয় পার্ক, পেইচিং লীলাভূমি, বিশ্ব পার্ক, চীন শতাব্দী বেদী, পেইচিং চিড়িয়াখানা ইত্যাদি।
এই সুযোগে আমি সংক্ষেপ গ্রীষ্ম প্রাসাদের পরিচয় দেবো।
গ্রীষ্ম প্রাসাদ উত্তর-পশ্চিম পেইচিংয়ের হাইতিয়ান এলাকায় অবস্থিত। এটা হচ্ছে চীনের সবচেয়ে পূর্ণাঙ্গ ও বৃহত্তম রাজকীয় প্রাসাদ এবং উদ্যান। এর সঙ্গে সঙ্গে বিশ্বের বিখ্যাত ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। গ্রীষ্ম প্রাসাদ চীনের প্রথম দফা গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ ইউনিট।
১৭৫০ সালে ছিং রাজবংশের রাজা ছিয়ানলোং এর নাম দিয়েছিলেন ছিংই ইউয়ান । ১৮৬০ সালে ইঙ্গ-ফরাসী যুক্তবাহিনী ছিংই ইউয়ানকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়। ১৮৮৮ সালে সম্রাজ্ঞী ছিসি নৌবাহিনীর সামরিক খরচ প্রায় ৯৩০ হাজার কে.জি রৌপ্য দিয়ে পুনর্নির্মান করেছিল। সে সময় থেকে আজকের নাম পরিবর্তন করা হয়েছিলো এবং গরমকাল কাটানোর উপযুক্ত স্থান পরিণত হয়। তারপর বার বার মেরামতের মাধ্যমে, এই প্রাচীন উদ্যানপুরী আবার উন্মুক্ত হয়েছ।
গ্রীষ্ম প্রাসাদের আয়তন ২৯০ হেকটর। এর ৪ ভাগের ৩ ভাগ হচ্ছে পানি। প্রধাণত গ্রীষ্ম প্রাসাদ খুনমিং হ্রদ ও ওয়ানশো পাহাড় দুই ভাগ নিয়ে গঠিত। ওয়ানশো পাহাড়ের উপর ফোসিয়াংগ, টোংটিং ও খুনমিং হ্রদের পাশে নির্মিত হাজার মিটারের বেশি লম্বা গ্যালারী আর খুনমিং হ্রদের ১৭ ফুটো সেতু ও পাথর জাহাজ ইত্যাদি পর্যটকদের দর্শনীয় স্থান।
|