***চীনের বিয়ে সম্পর্কিত রীতিনীতি কি?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের মোঃ আকতার হোসেন টিপু
উঃ চীনের ইতিহাস সুদীর্ঘ,রাষ্ট্রীয় ভূভাগ বিস্তীর্ণ, তাই চীনের বিভিন্ন জায়গায় বিয়ে সম্পর্কিত রীতিনীতি এক নয় , কিন্তু মূলবিষয়গুলো প্রায় একই রকম ।
প্রাচীন চীনে বিয়ের মোট ছয়টি অনুষ্ঠান আছে , এগুলোর মধ্যে আছে মেয়েপক্ষকে যৌতুক দেওয়া অনুষ্ঠান , বিবাহের বাগদান অনুষ্ঠান আর বিয়ের ভোজ ইত্যাদি । অতীতকালে একটি ছেলে যদি একটি মেয়েকে পছন্দ করতো , তাহলে তিনি মেয়ের বাড়ীতে বিয়ের প্রস্তাব দিয়ে ঘটককে পাঠাতেন । যাওয়ার আগে ছেলেটি ঘটককে কিছু উপহার দেয়া ছাড়াও মেয়েকেও কিছু উপহার দিতেন । ঘটক দু পক্ষের নাম , বয়স আর পারিবারিক অবস্থা প্রভৃতি তথ্য দু পক্ষকে জানিয়ে দিত । দু পক্ষ মোটামুটি রাজি হলে ঘটক মেয়ে পক্ষের বাড়ীতে ছেলে পক্ষ যাওয়ার দিন ঠিক করে দিত । ছেলে মেয়ের বাড়ীতে গিয়ে মেয়ের চেহারা নিজ চোখে দেখা ছাড়া মেয়ের পরিবারের আর্থিক অবস্থা ও মেয়ের চরিত্র ও মেজাজের খোঁজখবর নিতে পারতেন । প্রাচীন চীনে বিয়ের আগে মেয়ে ছেলের বাড়ীতে যেত না , এখন যুগ পরিবর্তন হয়েছে ,আধুনিককালে বিয়ের আগে অনেক মেয়ে বাবা মার সংগে ছেলের বাড়ীতে গিয়ে ছেলে পরিবারের অবস্থার খোঁজখবর নেন । পেইচিংয়ের উপকন্ঠের কিছু কিছু জায়গায় এরকম রীতি আছে , যদি মেয়ে ও তার বাবা মা বা আত্মীয়স্বজন ছেলের বাড়ীতে বেড়াতে গিয়েছেন এবং দুপুর বেলায় এক সংগে খেতে রাজী হন , তাহলে ছেলে পক্ষ বুঝতে পারে যে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন ।
বিবাহের বাগদান অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ । যদিও এই অনুষ্ঠানের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই , কিন্তু বর ও কনে দু পক্ষই এই অনুষ্ঠানকে গুরুত্ব দেয় । দক্ষিণ চীনের উন চৌ শহরে চীনারা বিবাহের বাগদান অনুষ্ঠানে পরস্পরকে আঙটি বিনিময় করাকে বিয়েটি চিরস্থায়ী হওয়ার প্রতীক হিসেবে মনে করেন । এই অনুষ্ঠানের পর বিয়ের দুপক্ষের সম্পর্কের আর পরিবর্তন হবে না ।
বিয়ে অনুষ্ঠানের দিন কনে সাধারণতঃ লাল পোশাক পরেন , আধুনিক যুগে অনেক কনে পাশ্চাত্যে প্রচলিত সাদা রংয়ের লম্বা স্কার্ট পরেন । নিজের বাড়ী ত্যাগ করার সময় কনেকে কাঁদতে হয় , সেদিন থেকে মেয়ে বাবা মার বাড়ী ত্যাগ করে স্বামীর বাড়ীতে থাকবেন বলে বিদায়ের সময় বাবা মাও দুঃখ প্রকাশ করেন । চীনের কোনো কোনো জায়গায় স্বামীর বাড়ীর দ্বার প্রবেশের আগে কনেকে এক আগুন জ্বালানো গামলা পার হতে হয়, এই রীতির অর্থ হলো সব অমঙ্গল জিনিস আগুনে পুড়ে যাবে আর নতুন দম্পতির জীবন আগুনের মতো উজ্জ্বল হবে । স্বামীর বাড়ী প্রবেশের পর বর-কনে আকাশ ও মাটির প্রতি , দুপক্ষের বাবা-মা আর স্বামী-স্ত্রী পরস্পরকে প্রণাম করে শ্রদ্ধার্পন করেন এবং এক সংগে বিয়ের মদ পান করেন। সেদিন কোনো কোনো দম্পতি একে অপরের অল্প চুল কেটে এক সাথে রেখে বিয়ের স্মৃতি হিসেবে সযত্নে রাখেন ।
বিয়ের ভোজ হলো বিয়ের সবচেয়ে ধুমধামের অনুষ্ঠান । বিয়ের ভোজে প্রচুর মেহমান আসেন । ভোজ অনুষ্ঠানে নতুন বধু মেহমানদের জন্য মদের কাপ পূর্ণ করেন এবং ভোজ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান । ভোজ অনুষ্ঠানের পর অতিথিরা নতুন দম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেন । অল্পবয়সী ছেলেমেয়ে বর ও কনেকে গান বা নাচ করার অনুরোধ করতে পারে অথবা বরকনে এক সংগে একটি ফল খাওয়ার প্রস্তাব করতে পারে , এই সময় নতুন দম্পতি রাগ করতে পারে না , তাদের মেহমানদের সব অনুরোধ ধৈর্য্যের সংগে পূরণ করতে হয় , জীবনের এই দিনের কথা বর ও কনের পক্ষে স্মরণনীয় ।
|