২৩ তম ফ্রান্স-আফ্রিকা শীর্ষ সম্মেলন ৪ নভেম্বর মালির রাজধানী বামাকোয় সমাপ্ত হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ উন্নত দেশগুলোর প্রতি আফ্রিকান দেশগুলোর জন্য সাহায্য জোরদার করার আহ্বান জানিয়েছে।
এবারকার সম্মেলনে আফ্রিকান যুবকদের উন্নয়ন সাহায্য করার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ মনে করে, উন্নত দেশগুলো শুধু আফ্রিকান দেশগুলোকে সাহায্য জোরদার করে, আফ্রিকাকে দারিদ্র্য থেকে মুক্ত হতে সাহায্য করলে এবং আফ্রিকান যুবসম্প্রদায়কে আরো বেশী কর্মসংস্থানের সুযোগ দিলেই-কেবল ক্রমেই গুরুতর অবৈধ অভিবাসী সমস্যার মৌলিক সমাধান করতে পারবে। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ আশা করে, আফ্রিকার উন্নয়ন প্রশ্ন হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে।
|