v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-14 21:08:09    
সুরের ভুবন--শিক্ষকদের প্রশংসা

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন বিশেষ অনুষ্ঠান সুরের ভুবন। পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। ১০ই সেপ্টেম্বর হচ্ছে চীনের শিক্ষক দিবস। আজকের অনুষ্ঠানে আমি শিক্ষকদের প্রশংসা সূচক কয়েকটি গান আপনাদের শোনাবো। আজকের অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে আমরা একসাথে গানের মাধ্যমে শিক্ষকদের কাছে আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রতি বছরের ১০ই সেপ্টেম্বর ক্যাম্পাসে সবচেয়ে আড়ম্বরপূর্ণ দিন। সেই দিন শিক্ষকদের সবচেয়ে সুখের দিনও বটে। প্রথমে আমরা একসাথে " শিক্ষকদের জন্মদিন" নামে একটি গান শুনবো। গানে বলা হয়েছে:

    আজ হচ্ছে আপনাদের জন্মদিন, সুপ্রিয় শিক্ষক,

    আমাদের একটি ছোট আশা আছে, আপনার চির সুখ ও সুস্বাস্থ্য কামনা করি।

    সুপ্রিয় শিক্ষক, আমরা যেখানে যাই না কেন, চিরকাল আপনার কথা মনে রাখবো। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, এখন গানটি শোনা যাক।

    শিক্ষক হচ্ছেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পথনির্দেশক। চীনে শিক্ষকদের মালী বলে গণ্য করা হয়। তাঁরা কঠোর পরিশ্রম করে একটির পর একটি কোমল চারার পরিচর্যা করেন। চীনে শিক্ষকদের জ্বলন্ত মোমবাতির সঙ্গে তুলনা করা হয়। তারা নিজদেরকে ছাই করে ছেলেমেয়েদের বড় হওয়ার পথ আলোকিত করেন। এখন আমরা একসাথে শিক্ষক সম্বন্ধে আরেকটি গান শুনবো। গানের নাম হচ্ছে " শিক্ষকের জন্যে গান গাই"। গানে শিক্ষকদের নিঃস্বার্থ ও উত্সর্গীকৃত জীবনের কথা প্রকাশ পেয়েছে।

    আচ্ছা, এখন আমরা গানটি উপভোগ করি।

    আমার মনে আছে, যখন আমি স্কুলে লাখাপড়া করতাম, তখন প্রতি বছরের ১০ই সেপ্টেম্বর আমরা শিক্ষকদের জন্যে একটি উপহার দেই। কখনও একটি কার্ড, কখনও একগুচ্ছ ফুল। উপহারের মূল্য তুচ্ছ হলেও শিক্ষকরা সেগুলো খুব পছন্দ করতেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি " যখন আমি শিক্ষকের জানালার পাশ দিয়ে যাই" নামে একটি গান শোনাবো। গানে শ্রুতিমধুর ও আবেগপূর্ণ সুর দিয়ে গভীর রাতে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্যে শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার মর্মস্পর্শী দৃশ্য বর্ণনা করা হয়। গানে বলা হয়েছে:

    নিঃশব্দ রাতে আকাশে তারা ঝিকমিক করছে,

    সারা রাত শিক্ষকের ঘর আলোকিত, আপনি আগামীকালের শিক্ষাদানের জন্যে প্রস্তুতি নিচ্ছেন,

    আপনার লম্বা ছায়া জানালায় প্রতিবিম্বিত হয়।

    যখনই আপনার কথা ভাবি, শ্রদ্ধেয় শিক্ষক, তখনই উষ্ণ স্রোত আমার মনে বয়ে যায়। আচ্ছা, এখন আমরা গানটি শুনবো।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি "বড় হবার পর আমি শিক্ষক হবো" নামে একটি গান আপনাদের উপহার দেবো। এই গানের রচয়িতা ব্ল্যাকবোর্ড, চক এবং প্ল্যাটফর্ম প্রভৃতি শিক্ষকদের পাশের জিনিসগুলোর মাধ্যমে শিক্ষকদের সামাজিক কীর্তি ও নিঃস্বার্থ উত্সর্গের প্রশংসা করেছেন। গানে আবেগপূর্ণভাবে শিক্ষকদের প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা ব্যক্ত করা হয়। গানে বলা হয়েছে:

    ছোটবেলায় আমি মনে করতাম, আপনি খুব তেজীয়ান,

    বিশ্ব-কাঁপানো কথা বলতেন।

    বড় হয়ে যাওয়ার পর আমি শিক্ষকে পরিণত হই,

    তখন আমি বুঝেছি, সেই ক্লাসরুম থেকে আশার জন্ম দেওয়া হয়, কিন্তু আপনি সবসময় ক্লাসরুমে থাকেন।

    বড় হয়ে যাওয়ার পর আমি বুঝেছি, সেই ব্লাকবোর্ডে সত্য লিপিবদ্ধ করা হয় এবং কীর্তি মুছে দেয়া হয়। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন গানটি শোনা যাক।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে কখন যে সময় ফুরিয়ে গেছে। আজকের অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা একসাথে " উড়ে আসা পাপড়ি" নামে একটি গান শুনবো। গানে ছাত্রছাত্রীদের চিঠিগুলোকে রঙিন পাপড়ির উপমা দেয়া হয় এবং এইভাবে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যকার গভীর ভাবানুভূতি বর্ণনা করা হয়। গানের সুরকার মনোরম সুর দিয়ে শিক্ষকদের কাছে ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আসুন, একসাথে গানটি শুনবো।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে চিঠি লিখে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ।