প্রশ্নকর্তাঃ বাংলাদেশের চট্টগ্রামের মীরসরাইয়ের জামালপুর গ্রামের বিপ্লব মোহাম্মদ ইদ্রীস
উঃ জ্যাকি চেন এর চীনা নাম হচ্ছে ছেং লোং । ১৯৫৪ সালে তাঁর জন্ম, ১৯৬১ সালে মাত্র ৭ বছর বয়সে তিনি চীনের অপেরা ইনস্টিটিউটে ভর্তি হন, সেখানে বেইজিং অপেরা শেখেছেন। তাঁর নামের অর্থ ড্রাগণে রূপান্তরিত হওয়া, তিনি বিশ্ব বিখ্যাত চীনা কুংফু ছবির মাধ্যমে আন্তর্জাতিক সমাজে উচ্চ মানের খ্যাতি অর্জন করেছেন। বিংশ শতাব্দীর ৮০'র দশকে এশিয় বাজার দখল করেছেন, ৯০'র দশকের শেষ দিকে হলিউদে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তাঁর অভিনীত "Rush Hour" মার্কিন তথ্য মাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তিনি সাফল্যের সঙ্গে হলিউডে প্রবেশকারী হংকংয়ের প্রথম অভিনেতা। তাঁর কুংফু কমেডি নাটক "মাতাল মুষ্টিযুদ্ধ " ৩৪তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রের প্রদর্শনীতে মিলনান্ত চলচ্চিত্রের বিশেষ পুরস্কার পেয়েছে। "পুলিশের কাহিনী" নামে চলচ্চিত্র হংকংয়ে শ্রেষ্ঠ ফীচার পুরস্কার পেয়েছে।
জ্যাকি চেন চলচ্চিত্রে অভিনয় করার সঙ্গে সঙ্গে জনপ্রিয় গানও গেয়েছেন। তাঁর গানে পুরুষের বীর হওয়ার অনুভূতি আছে। যেমন "পুরুষ নিজেই শক্তিশালী হওয়া উচিত" ইত্যাদি।
|