প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার বানিয়াপাড়া গ্রামের মোঃ গোলাম রায়হান
উঃ চীনের জাতীয় পতাকার ডিজাইনার হলেন জেন লিয়ান শোং। ১৯৪৯ সালের ১ অক্টোবর বিকাল ৩টায় বেইজিংয়ের থিয়ান আন মেন মহাচত্বরে ভাবগম্ভীর ও মহিমাময় পরিবেশে নয়া-চীন প্রতিষ্ঠার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রতিষ্ঠা অনুষ্ঠানের কথা বললে জনগণ সহজে স্মরণ করেন যে, চেয়ারম্যান মাও ছে তুংয়ের সেই বিখ্যাত কথা, "চীনা জনগণ এখন উঠে দাড়িয়েছেন।" এবারকার প্রতিষ্ঠা অনুষ্ঠানে ৫৪টি অভিবাদন কামান থেকে ২৮ বার তোপ ধ্বনি আকাশ প্রকম্পিত করে। ৫৪টি অভিবাদন কামান মানে চীনের ৫৪টি জাতি । কারণ তখন চীনে ৫৬টি জাতি ছিলো না। ২৮টি তোপ ধ্বনি মানে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা দেশের জনগণ ২৮ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন গণতান্ত্রিকবিপ্লবের বিজয় । অভিবাদন কামানের তোপ-ধ্বনি হওয়ার সময় চেয়ারম্যান মাও বৈদ্যুতিক বোতাম টিপে পাঁচ তারা লাল পতাকা ধীরে ধীরে উত্তোলণ করেন। ঘটনাস্থলে জনসাধারণ সবাই লাল পতাকা এবং লাল লন্ঠন হাতে তুলে ধরেন। গোটা থিয়েন আন মেন মহাচত্বর এক লাল সমুদ্রে পরিণত হয়। এই পাঁচ তারা লাল পতাকা হলো চীনের প্রথম জাতীয় পতাকা।
|