v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-27 14:42:11    
নিখুঁত জীবন , নিখুঁত পেশা নিখুঁত জিনিষ

cri
    আমার প্রিয় বন্ধুরা , বসন্তকালে সকল জিনিষ সুন্দর , ঘাস সবুজ , ফুল প্রসফুটিত, মানুষ সুন্দর । এই মিষ্টি বসন্তকালে আপনাদের মন ভালো তো ? আজকে আপনাদের সংগে নিখুঁত জীবন , নিখুঁত পেশা নিখুঁত জিনিষ সম্পর্কে কিছু বলবো । অবশ্যই , এটা শুধু আমার ব্যক্তিগত দৃষ্টিভংগী । আশা করি , অনুষ্ঠান শ্রবণকারী আপনারা আপনাদের নিজেদের দৃষ্টিভংগী আমাদের জানাবেন । আমরা দুরপ্রাচ্যের পেইচিংয়ে আপনাদের তথ্যের অপেক্ষা করবো ।

    কি ধরণের জীবন নিখুঁত জীবন ? আমি বিশ্বাস করি , এ ক্ষেত্রে নানা মুনীর নানা মত। কিছু লোক মনে করেন , যথেষ্ট ধনসম্পদ , সুন্দর প্রেমিক-প্রেমিকা , স্থিতিশীল কর্ম-সংস্থান , এগুলো হলো নিখুঁত জীবনের শর্ত । বিশ্ববিদ্যালয়ে পড়া-লিখার সময়ে , আমি এই দৃষ্টিভংগী গ্রহণ করি , এবং মনে করি , নিখুঁত জীবনে কোনো অসুবিধা নেই , প্রতিদিন হাসি-খুশী ভরপুর হয় । কিন্তু আমার বাবা আমাকে বলেছেন যে , তাঁর চোখে অভিজ্ঞতা আরো বেশী , জীবন আরো নিখুঁত । কারণ , এই বিশ্বে আমরা প্রত্যেকজন শুধু প্রায়ই ৬০ বা ৭০ বছর বাঁচবো । টক , মিষ্টি , তিতো , ঝাল জীবনে সব ধরনের স্বাদই আছ। তাই শুধু আমরা প্রতিটি স্বাদ নেবার পর , আমাদের জীবন নিখুঁত হবে। কারণ , যদি আমরা তিতোর স্বাদ না জানি তবে আমরা মিষ্টির স্বাদও জানি না । বাবার কথা শোনার পর , আমার মনে নিখুঁত জীবনের শর্ত পরিণত হয় । আমি বাবার কথায় রাজী হই । তাই , আমি অসুবিধার সম্মুখীণ হলে আমি তাকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করি। আপনাদের চোখে নিখুঁত জীবন কি রকম ? আমি জানতে আগ্রহী।

    কি ধরনের পেশা আপনাদের কাছে নিখুঁত পেশা ? কিছু লোক মনে করেন , যে পেশা আপনার কাছে অনেক ধনসম্পদ বয়ে আনবে , তা হলো নিখুঁত পেশা । কিছু লোক মনে করেন , যে পেশা সাফলজনকভাবে সম্পন্ন হবার পর , আপনার কাছে সুষ্ঠু সমাজিক মর্যাদা বয়ে আনবে , তা হলো নিখুঁত পেশা। আপনাদের মতামত কি ? আমি মনে করি , যে পেশা আপনাদের কাছে সুখ বয়ে আনবে , তা হলো নিখুঁত পেশা । আরো কিছু লোক মনে করেন , জরুরী পেশা হলো নিখুঁত পেশা, কিছু লোক মনে করেন , বৈচিত্র্যময় ব্রত হলো নিখুঁত ব্রত । আমি বিশ্বাস করি , এই সম্পর্কে প্রত্যেকের উত্তর ভিন্ন । কারণ , পেশা সম্পর্কে আমাদের প্রত্যেকের আশা-আকাক্ষা ভিন্ন । তাই না ?

    অবশেষে , আমরা একসঙ্গে নিখুঁত জিনিষ সম্পর্কে , কিছু বলবো । এই বিষয়ে অনেক কিছু অন্তর্ভূক্ত। যেমন নিখুঁত পোষাক, নিখুঁত সংগীত ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু খুবই বেশী । তাই এই সম্পর্কে আমি আরো বেশী কথা বলতে চাই না । হয়তো আপনারা , আপনাদের নিজেদের দৃষ্টিভংগী আমাদের বলবেন । আপনারা চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনাদের নিজেদের কথা বলতে পারবেন । আমাদের ইমেইল ঠিকানা হলো ------ , আপনারা চিঠি পাঠালে , দয়া করে খামের ওপর "সংগীত সাগর" লিখবেন , এটা খুবই গুরুত্বপূর্ণ , ভুলবেন না কিন্তু । কারণ , এর মাধ্যমে আমরা যত তাড়াতাড়ী সম্ভব আপনাদের চিঠি দেখতে চাই। আশা করি , কয়েক দিনের মধ্যে আপনাদের তথ্য পাবো ।

    আমার প্রিয় বন্ধুরা , নিখুঁত প্রসংগে আমরা অনেক কথা বলেছি । আমি মনে করি , এই সম্পর্কে একেক জনের ধারণা একেক রকম, কারণ আমাদের ইচ্ছাই ভিন্ন , মানদন্ডও ভিন্ন এবং অনুভুতিও ভিন্ন । তাই , আমাদের প্রত্যেকের চোখে নিখুঁতের অর্থ ভিন্ন । আমি শুধু আশা করি , আপনারা সবাই যার যার জন্যে নিখুঁত জীবন , নিখুঁত পেশা , নিখুঁত পরিবারখুজেঁ বের করতে পারবেন। এটা আমার আন্তরিক শুভেচ্ছা ।