প্রশ্নকর্তাঃবাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার উথালি বাজারের উথালি রেল পারা রেডিও বেইজিং লিসনার্স ক্লাবের জি এস মোঃ মাইদারুল ইসলাম
উঃ ১৯১১ সালে প্রতিষ্ঠিত ছিং হুয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে চীনের কয়েকটি সবচেয়ে বিখ্যাত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যতম। চীনের রাজধানী বেইজিংয়ের হাইতিয়েন ডিস্ট্রিক্টের ছিং হুয়া বাগানে অবস্থান।
বর্তমানে ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৭৮০০, এর মধ্যে চীনের বিজ্ঞান একাডেমীর সদস্য ৩৪ জন, চীনের শিল্প একাডেমীর সদস্য ২৬ জন। উপস্নাতক কোস৫৮টি, এর মধ্যে অন্তর্ভূক্ত আছে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আইন, চিকিত্সা, অর্থনীতি, প্রশাসন এবং কারুশিল্প ইত্যাদি।
এখন ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের ফুল-টাইম ছাত্রছাত্রী আছেন ২৭ হাজারাধিক, এর মধ্যে স্নাতক কোর্সের ছাত্রের সংখ্যা ১৩ হাজার, মাস্টারসকোর্সে অধ্যয়নরত ছাত্রের সংখ্যা ৮৬০০, ডক্টরেট ডিগ্রি অধ্যয়নরত ছাত্রের সংখ্যা ৪৬০০। ৪৬টি দেশ আর অঞ্চল থেকে আসা ১৩০০ জনেরও বেশি বিদেশী ছাত্র আছেন, দূরপাল্লার শিক্ষার্থী আছেন ৭৫০০ জনেরও বেশি। ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ৪০ লক্ষের বেশি বই পুস্তক আছে , ক্যাম্পাসের আয়তন চার শতাধিক হেকটর।
ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত উচ্চ মানের শিক্ষাদান ব্যবস্থা আছে। ২০০১ সাল পর্যন্ত চীনের বিজ্ঞান একাডেমি আর শিল্প একাডেমির ১৫৩৭ জন সদস্যের মধ্যে প্রায় শতকরা ২৫ ভাগ ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছিলেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট হু চিন থাও, উপ-প্রধানমন্ত্রী হুয়াং জুই, সাবেক প্রধানমন্ত্রী চু রোং জি প্রমুখ নামকরা ব্যক্তি সবই ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
তাই ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া চীনের অধিকাংশ ছাত্রছাত্রীদের স্বপ্ন। আপনার যদি চীনে লেখাপড়া করার ইচ্ছা থাকে, তবে ছিং হুয়া বিশ্ববিদ্যালয়কে প্রথমে বাছাই করতে পারেন।
|