প্রশ্নকর্তাঃবাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসঃ ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক প্রশ্ন করেছেন ।
উত্তরঃ শাওলিন মন্দির হচ্ছে সবচেয়ে বিশ্ববিখ্যাত চীনা মন্দির এবং হোনান প্রদেশের তেংফোংশহরের সোংশান পাহাড়ে অবস্থিত । ৪৯৫ সালে শাওলিন মন্দির প্রতিষ্ঠিত হয় ,শাওলিন মন্দিরের কুংফু খুব বিখ্যাত, প্রাচীনকালের ইউয়ান আর মিং রাজবংশীয় যুগে শাওলিন মন্দিরে প্রায় ২০০০ জনের বেশী সন্ন্যাসী ছিলেন ।
সেন্ট সোফিয়া গীর্জা হারবিন শহরে অবস্থিত ,এর ভবন ৫৩.৩৫ মিটার উচুঁ এবং আয়তন ৭২১ বর্গমিটার । ১৯০৭ সালে সেন্ট সোফিয়া গীর্জার নির্মাণ শুরু হয় । ১৯২৩ সালে আবার মেরামত এবং সাজানো হয় , নয় বছর পরে অতি সুন্দর সেন্ট সোফিয়া গীর্জা প্রতিষ্ঠিত হয়েছে । এর ছাদ পেঁয়াজের মতো । গোটা চারতলা গীর্জা লাল ইট দিয়ে নির্মিত হয়েছে । সামনে আর পিছনে মোট চারটি দরজা আছে , ৭টি বিশাল ঘন্টা আছে । সুন্দর সেন্ট সোফিয়া গীর্জা হারবিন শহরের একটি বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটন স্থান।
|